মেয়েদের চটপটি খাওয়াতে যাবেন না, অর্থ ও সময় উভয় নষ্ট
আজ আমরা স্বাধীন। ১৯৭১ সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। স্বাধীন হয়েছিল মহান মুক্তিযোদ্ধাদের হাত ধরে। দেশপ্রেম নিয়েই আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন এই মহান মুক্তিযোদ্ধারা।
আমার বয়স ২২ বছর ।
মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু মুক্তিযোদ্ধা দেখেছি। কিছু অবহেলিত, অসহায় নিঃস্ব মুক্তিযোদ্ধা দেখছি। জিনিসটা হাস্যকর.......
আমি একজন সকল দিকে সুবিধা প্রাপ্ত বাঙালী নাগরিক।
আমি একটি ম্যগাজিনে কাঝ করি।
কয়েকদিন আগে আমি একটি গ্রামে গিয়েছিলাম একটি এসাইনমেন্টএ। কাজটি ছিল অবহেলিত মুক্তিযোদ্ধাদের জীবনযাত্রা।
গ্রামটিতে ৬৫ টি পরিবার আছে। সবচেয়ে আশ্চর্য জিনিস যে ৬৫ টি পরিবারের সদস্য মুক্তিযোদ্ধা...........
খুবই আশ্চর্য তারা দিনমুজুর..... দিন এনে দিন খায়..........
৬৫ জন মুক্তিযোদ্ধা এখন ও বেচে আছে।
খুবই আশ্চর্য
তারা আমাদের মহান মুক্তিযোদ্ধা.........
দেশকে স্বাধীন করে দিয়েছেন তারা আজ তারাই দিনমুজুর...............
জাতি হিসেবে আমরা কতটা মরেূদন্ড হীন ................
দেশকে যারা মুক্ত করলেন তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না।
ও রা আমাদের এই দেশটা দিয়েছে কিন্তু আমরা তাদেরকে কি দিয়েছি?
কিছুই না.............
এই মহান মুক্তিযোদ্ধাদের দেশ কি কিছুই দিতে পারে না?
ঐ গ্রামে একজন মুক্তিযোদ্ধার নাম করুনাময় বিস্বাষ। তার পরিবারের তিনি এবং তার স্ত্রী বাস করেন।
তার পরিবারের অবস্থা দেখে এত খারাপ লাগল যে সে দেশের জন্য করুনার পাএ।
এরকম অনেক মহান মুক্তিযোদ্ধা আছেন করুনাময় বিস্বাষের মত করুন কষ্টে দিন যাপন করছেন।
আমরাকি পারি না এই মহান মুক্তিযোদ্ধাদের পাশে দারাতে?
আমি চাই।
আমার সেরকম সামর্থ নেই যে মুক্তিযোদ্ধাদের আথিক সাহায্য করব। কিন্তু তাদের উন্নয়নে কেউ এগিয়ে এলে আমি মহান মুক্তিযোদ্ধাদের জন্য স্বেচ্ছাশ্রম দেব।
শুধু আমি কেন আমার মত অনেকেই এগিয়ে আসবে।
আসব ত..............????????????????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।