আমাদের কথা খুঁজে নিন

   

দুর্বিনীত আশার বাখান



স্বপ্ন ছিলো টপকে যাবো বিশাল পর্বত প্রপিতামহেরা যার গর্বিত নির্মাতা ক্ষীণকায় মেধা নিয়ে পাহাড়ের ঢালে এসে হারাই সাহস জেগে জেগে খোঁচা দেয় আহত অহম ! নিজেই বানাতে চাই নতুন পাহাড়, একচিলতে ডানে বাঁয়ে সরে সদ্যজাত পিতা ধূলাবালি জন্ম দিয়ে নতুন পাহাড় বলি বড়ো ভালোবেসে (মায়েরা যেমন ডাকে কানাপুত্রে পদ্মের লোচন) টেনেটুনে টিলা বললে বস্তুনিষ্ঠ হয় ! শিশিরের আয়ু নিয়ে কালের দরোজা ধরে টানাটানি করি বেঘোরে ভুলেই থাকি কুয়ার ব্যাঙের কাছে একফোঁটা আলোর আভাস বিশ্ব সেজে থাকে ব্যাঙ-কাণ্ড লিখেটিখে সপ্তকাণ্ড রামায়নে বামনের ক্ষুদ্র ছায়া খুঁজি অসীম করুণা করি হোমারে, ঠাকুরে....... !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।