যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
নাকের ভেতরে কি থাকে? পশম আর সর্দি শুকানো ময়লা। খুচিয়ে খুচিয়ে সেগুলো বের করা নিঃসন্দেহে চমৎকার একটা দর্শনীয় ক্রিয়াকর্ম। বাসে, রিকশায়, অফিসে, টিভিতে, সর্বত্র দেখবেন এই দৃশ্যের অবাধ প্রদর্শনী। কেউ কেউ নাকের পশম ছিড়ে চোখের সামনে এনে দেখেন - বিরল গুপ্তকেশ এই প্রথম তার নজরে পড়লো। পরান জুরিয়ে যায়।
কেউ নাকের ময়লা বের করে আবার গন্ধ শোকে, না জানি কি অপার্থীবেয় সুঘ্রান লুকানো।
পৃথিবীর সব মানুষ নাকের ভেতরের রহস্য বের করার জন্য আঙুলের শরনাপন্ন হয়। কখনও এক আঙুলে, কখনও দু্ই আঙুলে। শ্বাসপ্রশ্বাসের এই যন্ত্রখানি সচল রাখার জন্য ভেতরটাকে পরিষ্কার রাখার প্রানন্ত প্রচেষ্টা। দেখতে ভালই লাগে।
জগতের সকল নাকপুরুষদের স্বীকৃতি সরূপ একটা দিনকে বিশেষায়িত করা হোক। এদিন সবাই তার নাকের সমস্ত পশম পরম যত্নে ছিড়বে টেনেটেনে। জয় নাকপুরুষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।