ICANN হল ইন্টারনেটের সকল ডোমেইন নেম এর অফিসিয়াল অভিভাবক.....তারা ঠিক করে দেয় কোন ডোমেইন কার অধীনে থাকবে , কে কিভাবে ডোমেইন বিক্রি করবে ইত্যাদি ইত্যাদি....
ইন্ডিয়ানরা তাদের দেশের সেইসব মানুষদের কাছেও নেট পৌছে দিতে চায় যারা শুধু তাদের ভাষা জানে কিন্তু ইংরেজী নিয়ে তাদের কোন জ্ঞান নাই....তাই তারা দাবি তুলেছে ডোমেইন নেম এর নাম ইংরেজীর পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও দেয়া হোক যার তদারকি করবে সেই দেশের ডোমেইন প্রদানকারী সংস্থা ( বাংলাদেশের ডট বিডি ডোমেইনের জন্যে যেমন বিটিটিবি )
এখন icann যদি তাদের এই প্রস্তাবটা মেনে নেয় তাহলে আমাদের দেশের বিডি ডোমেইনে আমাদের দেশের প্রেক্ষাপটে ব্যাপারটা কেমন হবে ?? আমরা কি প্রস্তুত ??? এটা কি নিশ্চিত কোন বিশৃংখলা সৃষ্টি হবে না ????
উত্তরটা হল : "না"
কারন, আমাদের দেশে ৮টা কিবোর্ড প্রচলিত....সবগুলোতেই কিছুনা কিছু সমস্যা আছেই....সুতরাং ঝামেলা ছাড়াই সব ডোমেইন নেম একবারে লিখতে পারব আমরা এমন সুযোগ কম......ঝামেলা হবেই...
আবার বিটিটিবি'র ডোমেইন নেম এর উচ্চমূল্য মনে হয়না কাউকে বিডি ডোমেইন ব্যবহারে উৎসাহিত করবে....তাই বাংলাতে ডোমেইন নেম কিনার ব্যাপারে আগ্রহী মনে হয়না কেউ হবে..... এর মূল্য অবশ্যই কমাতে হবে
আর ফন্টের ব্যাপারেও ঝামেলা আছেই....... অনেক বাংলা সাইট হচ্ছে বর্তমানে কারন সাইট নির্মাতারা অনুভব করছে আমরা সাইট বাংলা্য হওয়াটা পছন্দ করি..... কিন্তু সাইটগুলো ইচ্ছামত ফন্টের ব্যবহার করছে ইউনিকোড ব্যবহার না করে ফলে অনেক সময়ই সাইটগুলো পড়া যাচ্ছে না......
পরিশেষে বলব, নেট এ বাংলা লিখাটা প্রমিত হওয়া দরকার খুব তাড়াতাড়ি.... আরেকটি একুশ গেল আজ, আশা করি আগামী একুশের আগেই আমরা নেট এ ইংরেজীর মত করেই নিখুঁতভাবে নেট এ বাংলা ব্যবহার করতে পারব......কোনসাইটেই কিছু বক্স দেখব না বাংলা অক্ষরের বদলে......যা লিখব খুঁত ছাড়াই লিখতে পারব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।