ডিজিটাল বাংলাদেশ (www.digitalbangladesh.gov.bd) ব্লগ এডিটর
বাংলাকে আজকের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির দ্রুতগতির মাধ্যমে সম্পৃক্ত করার প্রয়াস চলছে সেই নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকেই। দেশে-বিদেশে গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডের বিপুল পরিধিতে বাংলাভাষা সংযোজন করেছে অমিত সম্ভাবনা। বাংলা ফন্ট কম্পিউটার প্রযুক্তির ব্যবহারে বাংলাকে অনেক সমৃদ্ধ করেছে। এখন সময় এসেছে ইউনিকোড প্রযুক্তিকে জাতীয় জীবনে নিয়ে এসে বাংলাভাষাকে আরো গতিশীল করার। বাংলা টেক্সটের সফল উন্নয়ন ও প্রয়োগের ফলে আজ আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রে, সরকারি-বেসরকারি সব কাজে কম্পিউটারে আমরা স্বাচ্ছন্দ্যে বাংলা ব্যবহার করতে পারি।
তথাপি বাংলা টেক্সট বা ফন্টের উন্নয়নের ক্ষেত্রে তথা বাংলা প্রমিতকরণের ক্ষেত্রে এখনো রয়ে গেছে নানা সমস্যা।
এখনো আমরা কম্পিউটারে সুনির্দিষ্ট ফন্ট না থাকলে বাংলা দেখতে পারি না। ইন্টারনেটে তথ্য প্রকাশ প্রমিত করতে পারি না। একই বাংলা বিভিন্ন কম্পিউটারে দেখা যায় না। বিভিন্ন অপারেটিং সিস্টেমে বাংলা দেখতে সমস্যা হয়।
বাংলা ও ইংরেজি একই সাথে লেখা কঠিন। বাংলা ক্রমানুসারে সাজানো বা সর্টিং করা যায় না এবং ইন্টারনেট, ডকুমেন্ট ইত্যাদিতে শব্দ অনুসন্ধান কষ্টকর।
এসব সমস্যার সুষ্ঠু সমাধানে তথ্যপ্রযুক্তিতে বাংলাভাষা প্রয়োগ বিষয়ে ইউনিকোডভিত্তিক ফন্ট ব্যবহারের বিকল্প নেই। সময় এসেছে বাংলাভাষাবিষয়ক চিন্তাকে কোনো কিবোর্ড লেআউটের মধ্যে সীমাবদ্ধ না রেখে ইউনিকোডের মধ্যে বিকশিত করার। কিবোর্ড লেআউটের ব্যাপারে স্বাধীনতা সবার থাকুক, কিন্তু তথ্য সংরক্ষিত হতে হবে ইউনিকোডভিত্তিক ফন্টে, যাতে করে আমরা সহজেই বাংলাভাষাকে কম্পিউটার ও ইন্টারনেটে সর্বজনীনভাবে ব্যবহার করতে পারি।
ছবি সহ পুরোটা পড়তে চাইলে: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।