বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
নিজের ব্লগ দেখুন ইউনিকোডে (বৈশাখী টু ইউনিকোডে কনভার্ট)
হঠাৎ করে খেয়াল করলাম ব্যাপারটা, ইয়াহু সংরক্ষণ করতেই খেয়াল হল ।
আপনারা ধরতে পেরেছেন কিনা জানি না, তবে আমার কাছে তা নতুন । খুব সহজে ইউনিকোডে সামহোয়্যার এর লেখা দেখা ।
পদ্ধতি :
1- ধরুন আপনার ফাইল টির লিংক হচ্ছে Click This Link এখন এই লেখাটা ইউনিকোডে দেখতে চান । তখন মূল লিংকের ঠিকানার সাথে /unicode যুক্ত করে এন্টার দিলেই হবে । অথার্ত লিংকটি এরকম দাড়াবেঁhttp://www.somewhereinblog.net/sakib/post/28693533/unicode
সুতরাং শুধু নিজেরই নয়, বরং অন্যের লেখাও সহজে ইউনিকোডের রূপে দেখা যাবে ।
বি:দ্র: তবে ইমোশনগুলো ছবি আকারে নয় বরং লেখার আকারে দেখা যাবে । যেরকম :
আর লিংক যদি শব্দের সাথে থেকে থাকে, তাহলে ইংরেজী অক্ষরে লিংক দেখাবে কিন্তু সরাসরি ক্লিক করার জন্য লিংকটি দেখা যাবে না । যেরকম : http://groups.yahoo.com/group/somewhereinblog
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।