আমাদের কথা খুঁজে নিন

   

বেরিয়েছে সুতরাং

mahmud_shawonbg@yahoo.com

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষ্যে ছোটকাগজ সুতরাং-এর বর্ষ ১১, সংখ্যা ৬ প্রকাশিত হয়েছে। চলতি সংখ্যাটি সাজানো হয়েছে কবিতার মুহূর্ত বিষয়ে। ২২জন কবি তাদের একটি করে কবিতার নেপথ্যের গল্পটি লিখেছেন। অর্থাৎ কবিতাটি ঠিক কোন্ প্রেক্ষাপটে রচিত হয়েছিল-তা তাঁরা তুলে ধরেছেন। লিখেছেন রণজিৎ দাশ, মাসুদ খান, আলফ্রেড খোকন, আহমেদ স্বপন মাহমুদ, চঞ্চল আশরাফ, পাবলো শাহী, মজনু শাহ, শামীম রেজা, শোয়াইব জিবরান, অনন্ত সুজন, অভিজিৎ দাস, আপন মাহমুদ, এমরান কবির, ফেরদৌস মাহমুদ, চন্দন চৌধুরী, বিজয় আহমেদ, সফেদ ফরাজী, সোহেল হাসান গালিব, মাদল হাসান, তারিক টুকু, সজল সমুদ্র ও মাজুল হাসান। এছাড়া জুয়েল মোস্তাফিজের লেখা নৈতিক সন্দেহ ও অন্যান্য শিরোনামে ৩টি মুক্তচিন্তা প্রকাশিত হয়েছে। সুতরাং পাওয়া যচ্ছে বইমেলার লিটলম্যাগ চত্বরে নন্দন-এর স্টলে। দাম: ৩০ টাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.