ঘাস ফড়িং এর স্বপ্নমালা
বাদামী হ্যাটের ঠোঁটে হাসি ফুটে উঠল । "তোমার মত নিষ্ঠাবান জুয়ারীকে চাকর বানাবো না এটুকু বলতে পারি । "
টেবিলের উপর পড়ে থাকা ডলারগুলো দেখিয়ে বলল, "তুমি যদি কোনোভাবে জিতে যাও .. তাহলে বড় কিস্তিমাত করবে বুঝতেই পারছো। কিন্তু যদি হেরে যাও..." । সে সামনে রাখা বিয়ারে গ্লাসে একটা চুমুক দিল।
"যদি হেরে যাই???"
"তোমাকে বিজয়ীর জন্য কিছু কাজ করতে হবে সেটা যতই বিপদজনক হোক না কেন "
"তোমরা এরই মধ্যে আমার যা আছে নিয়ে নিয়েছ"
"কথাটি যা আছে না হয়ে যা ছিল হবে"
"হুমমমম... আমি আছি"
********************************
প্রথম তাসটি হরতনের বিবি...প্রথমে তো সব সময় এমনই হয়... তারপর কি যেন হয়ে যায়...
অজান্তেই দীর্ঘশ্বাস বেড় হয়ে আসল... সেলুনটাকে একটা জীবন্ত প্রাণীর মত মনে হচ্ছে ..... মানুষগুলোর গুঞ্জনকে মনে হচ্ছে প্রাণীটির গড়গড় শব্দ... ধ্যাৎ কি সব আবোল তাবোল চিন্তা করছি ।
কাউন্টারের কাছে দুই স্বর্ণকেশী দাড়িয়ে আছে... কালো গাউন আর হাই হিলে ওদেরকে যেন অন্য জগতের বাসিন্দা মনে হচ্ছে । হাল্কা করে নড করলাম, ওরা ফিরিয়ে দিল এক টুকরো হাসি। সুন্দরীদের চোখে ধ্বংসের আহবান....
বেরসিক তাসগুলো খুব দ্রুত হাতে চলে আসছে । সুন্দরীদের পেছনে নষ্ট করার মত সময় নেই ।
দ্বিতীয় তাসটি আমাকে বুলেটের মত ধ্বাক্কা দিল... ইস্কাপনের টেক্কা । হঠাৎ খুব ক্ষিধে লেগে গেল । হাত নেড়ে একটা বিয়ারের বোতল আর একটা হ্যাম বার্গার আনতে বললাম । খালি পেটে খেলা যায় না । ক্ষুধার্ত মানুষ খেলার নামে জলে টাকা ভাসিয়ে দেয়
তৃতীয় তাসটি রুইতনের গোলাম.... আমার কাছে ছবি আসতে শুরু করেছে শুরু করেছি... হাতের তালুতে যেন ডলারগুলোর স্পর্শ পেতে শুরু করেছি...
সেই স্পর্শের অনুভূতি পরবর্তি তাসেই মুছে গেল....চিড়তনের সাত আমার জমতে থাকা স্বপ্নটাকে মুহূর্তের মধ্যে ধূলিসাত করে দিল...বিয়ারের গ্লাসটা মুখে তুলতে পারছি না...ভাল তাস আসতে আসতে কিনা চিড়তনের সাত...মনে হচ্ছে কেউ যেন আমার কপালের মাঝখানে একটা পেরেক ঠুকে দিয়েছে...খুব বেশী হলে হাতের গোলামটাকে ফেলে আরেকটা সাত আশা করতে পারি... যা শালা .... আর কখনও তাসই খেলব না....
সময় যেন থমকে আছে...শেষ তাসটা মনে হচ্ছে আর পাব না...কি হতে পারে শেষটি... আরেকটা সাত নয় তো...
(চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।