আমাদের কথা খুঁজে নিন

   

রকেটের মনিটরে পৃথিবী মাতা

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রাশিয়ার মহাকাশ জয়ের পর কসমোনট (নভোচারী)-দের সম্মানে এই আবেগপূর্ণ গানটি লেখা হয়েছিলো। Земля в иллюминаторе, земля в иллюминаторе, Земля в иллюминаторе видна... Как сын грyстит о матери, как сын грyстит о матери, Грyстим мы о земле - она одна. А звезды тем не менее, а звезды тем не менее чyть ближе, Но все также холодны. И, как в часы затмения, и, как в часы затмения ждем света И земные видим сны. রকেটের মনিটরে পৃথিবী, রকেটের মনিটরে পৃথিবী, রকেটের মনিটরে পৃথিবী ঐ দেখা যায়! সন্তানের মন যেমন মায়ের জন্য কাঁদে, সন্তানের মন যেমন মায়ের জন্য কাঁদে, তেমনি পৃথিবীর জন্য আমাদের মন কাঁদে, কেন কাঁদবে না বলো? পৃথিবী মাতা তো কেবল একটিই! যদিও তারকারা খুব কাছে, যদিও তারকারা খুব কাছে, তারপরেও সবকিছু খুব শীতল. এবং অন্ধকারের সময়ের মত, এবং অন্ধকারের সময়ের মত, আমরা খুঁজি আলো ও স্বপ্ন, চমৎকার পার্থিব রঙিন স্বপ্ন। И снится нам не рокот космодрома, Не эта ледяная синева, А снится нам трава, трава y дома, Зелёная, зелёная трава এবং আমরা স্বপ্ন দেখি, কসমোড্রমের তুমুল গর্জন নয়, নয় এই বরফতুল্য শীতল সুনীল মহাকাশ, আমরা স্বপ্ন দেখি আমাদের ঘরের সামনেরই দুর্বাঘাস, সবুজ, সবুজ ঘাস। А мы летим орбитами, Пyтями неизбитыми, Прошив метеоритами простор. Оправдан риск и мyжество, Космическая мyзыка Вплывает в деловой наш разговор. এবং আমরা উড়ে চলছি কক্ষপথে অস্পৃষ্ট চলার পথে, উল্কার ঝাঁকের আল্পনায় আঁকা মহাকাশে, ভর করেছি ঝুঁকি আর সাহসিকতায় , মহাকাশের অদ্ভুত সঙ্গীত উঁকি দেয় আমাদের কর্মমুখর কথাগুলোয়। В какой-то дымке матовой, Земля в иллюминаторе - Вечерне-ранняя зоря. А сын грyстит о матери, А сын грyстит о матери, Ждет сына мать, а сыновей - земля. আবছায়া ধোঁয়ায় পৃথিবী দেখি মনিটরে, সুর্যোদয় ও সুর্যাস্ত মিশ্রিত হয়ে আছে। আর সন্তানের মন মায়ের জন্য কাঁদে, আর সন্তানের মন মায়ের জন্য কাঁদে, মা যেমন সন্তানের জন্য অপেক্ষা করে, তেমনি করে পৃথিবীও আমাদের (নভোচারীদের) জন্য অপেক্ষা করছে। И сниться нам не рокот космодрома, Не эта ледяная синева, А сниться нам трава, трава y дома, Зелёная, зелёная трава. এবং আমরা স্বপ্ন দেখি কসমোড্রমের তুমুল গর্জন নয়, নয় এই বরফতুল্য শীতল সুনীল মহাকাশ, আমরা স্বপ্ন দেখি আমাদের ঘরের সামনেরই দুর্বাঘাস, সবুজ, সবুজ ঘাস। ___________________________ গানটির ইউটিউব লিংক নিচে দিলাম https://www.youtube.com/watch?v=SwIaHYgCpr0 __________________________________________ গানটির ইংরেজী অনুবাদ The earth in the illuminator, the earth in the illuminator, The earth in the illuminator is visible... The way a son would miss his mother, the way a son would miss his mother, We miss the earth - there is no other. And the stars even so, the stars even so Are getting closer but remain as cold. And just like in the time of eclipse, just like in the time of eclipse, We seek the light and dream earthly dreams. And dream we not of the thundorous spaceport, Not of this icy azure, We're dreaming of the grass outside our homes, The green, green grass. And fly we like orbits, Through untouched paths, Embroiding the space with meteors. The risk and bravery are justified, The music of the space Is sipping into our formal chat. In dim smoke, The earth in the illuminator - Sun-set mingled with sun-rise. The son is missing his mother, missing his mother, And the mother is waiting for her son, And so is the earth. And dream we not of the thundorous spaceport, Not of this icy azure, We're dreaming of the grass outside our homes, The green, green grass. And dream we not of the thundorous spaceport, Not of this icy azure, We're dreaming of the grass outside our homes, The green, green grass. http://lyricstranslate.com http://lyricstranslate.com

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.