আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছোট বোন

ইয়ামিন

বোন - এই শব্দটা অনেক ছোট যেকোন মানুষের কাছে কিন্তু ভীষন আবেগময় একটা অনুভূতি সব ভাইদের জন্য। আর আমার জীবনে আমার ছোট বোনটি ভীষন গুরুত্বপূর্ণ একটা মানুষ। যারে ছাড়া আমার জীবনের পুরোটাই বৃথা। বলতে দ্বিধা নেই, যদিও তারে লুকিয়ে ব্লগটি লিখছি কেননা তারে কখনো বলি না আমি তাকে কত ভালোবাসি। একেবারে পিঠাপিঠি ভাই-বোন আমরা।

সে আমার জন্য ইশ্বর প্রদত্ত্ব স্বর্গ থেকে নেমে আসা এক এন্জেল। এন্জেলিকা বলেই ডাকি তারে আমি। আমার সবকিছু তার নজরদখলে, সে আমার এমন কিছু জানে না তা নেই। ভাইয়ু বলতে সে একবারে পাগল। আমার এই পাগলিটারে রেখে আমি এখন ঢাকায় চাকুরি করি।

মাঝে মাঝে এত টানে পাগলিটারে দেখতে যে ভাষায় প্রকাশ করতে পারছি না। আজ এই ভ্যালেনটাইনস ডে - এর দিনে আমার ছোট বোনটাই আমার ভ্যালেনটাইন। আামার সব ভালোবাসা আমার ছোট বোনের জন্য। অনেক ভালোবাসিরে ভাইয়া তোকে............অনেক অনেক। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।