ঘুম থেকে উঠেই দেখি আকাশের শরীর খারাপ। কেমন ঝাপসা ঝাপসা লাগছে। দরজা খুলে দেখলাম আকাশ মেঘলা। অফিসে যেতে আর মনে চায় না। কিন্তু মন যা চায় তা করলে আর চাকরী থাকবে না।
রেডিটেডি হয়ে বের হলাম। মাঝ পথে একটু ঝড়ের মত শুরু হলো। মনের ভিতরেও এক ঝড় শুরু হয়ে গেল। অফিস কিভাবে মিস দেয়া যায়। চিন্তা করতে করতে অফিসেই পৌঁছে গেলাম।
এখন চিন্তা করছি কিভাবে অফিস থেকে তাড়াতাড়ি বের হয়া যায়। আজ আমার কিছুতেই অফিসে মন বসবে না। ইচ্ছা করছে, সারাদিন তাহসানের "প্রথম সকাল" গানটা শুনি আর ইচ্ছা করছে-
১। গাড়ি নিয়ে লং ড্রাইভে বের হতে।
২।
পাশে থাকবে মনের মত কেউ, যার খোলা চুল বাতাসে প্রায়ই আমার মুখের উপর উরে আসবে।
৩। সিডিতে গান বাজবে Richard Marx special.
আজ কি সরকারি ছুটি ঘোষনা করা উচিৎ না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।