আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিনের সকালটা শুরু হোক সুন্দরবনকে ভোট দিয়ে

বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এ সপ্তাহে “দ্রুত বর্ধমান” ভোটিংয়ে শীর্ষ অবস্থানে উঠে এসেছে সুন্দরবন। যদিও এটি শুধুমাত্র এক সপ্তাহের বিবেচ্য ক্যাটাগরী ছিল। ২৮ ফাইনালিস্টের কার ভোট কত তা ১১.১১.১১ এর আগে কোনোভাবেই জানা সম্ভব না। লিংক আমার নিজেরই পরিচিত অনেকেই ভেবেছেন যে মোট ভোটের ভিত্তিতে সুন্দরবন এক নম্বরে। অবশ্য এই ধারনা আর সারাদেশের এই নিয়ে আলোচনায় লাভ হয়েছে আমাদের নিজেরিই।

সুন্দরবনকে ভোট দেয়ার হার যে কয়েকগুন বেড়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। এই সুন্দরবন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ছয় লাখ লোকের জীবিকার উৎস। এখান থেকে মধু সংগ্রহ করে, মাছ ধরে, জ্বালানি সংগ্রহ করে, গোল পাতা সংগ্রহ ও বিভিন্ন পেশাই নিয়োজিত থেকে এখানকার মানুষ জীবিকা নির্বাহ করছে। বিগত সিডর ও আইলায় বেশ ক্ষতিগ্রস্ত হলেও সুন্দরবন দ্রুত প্রাকৃতিক শক্তি নিয়ে ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে সেখানকার মানুষগুলিও। এ যেন আর এক মুক্তিযুদ্ধের বিজয়।

গত নভেম্বরে আমরা বার্লিন দেয়াল পতনের ২০ বছর পালন করেছি। সেই দেয়াল কোনো উচ্চক্ষমতা সম্পন্ন মারনাস্ত্র বা অপ্রতিরোধ্য সেনাবাহিনী দ্বারা ধ্বংস করা হইনি। সেই দেয়াল ধ্বংস করাসে কিছু একতাবদ্ধ মানুষ,যাদের অনেকের কোলে ছিল তাদের সন্তানেরা। এটাকেই আমরা মানুযের শক্তি বলে থাকি। আপনার একটা মুল্যবান ভোট এই অবস্থান আরো এগিয়ে নিয়ে আসতে পারবে, এমনকি বাংলাদেশকে সপ্তম আশ্চর্য হওয়ার জন্য সাহায্য করবে।

যদি কিছু মানুষ এরাকম পরাক্রমশালী একটি দেয়াল ধূলিস্মাৎ করে দিরে পারে, তবে কেন আমরা সুন্দরবনকে পৃথিবীর সপ্তাশ্চর্য প্রতিযোগিতায় প্রথম করতে পারবনা? এটা খুবই সম্ভব।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।