আমাদের কথা খুঁজে নিন

   

গর্ব বোধ করি

সতর্ক করন " জামাত শিবির , যে কোন রকমের মৌলবাদী, ধর্ম ব্যাবসাই ও বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত সকল জানয়ারের প্রবেশ নিষেধ" জামাতের লোকেরা বলল যে যারা এখানে আসছে সবাই পতিতা, আচ্ছা ভাল কথা, ছয় মাসের বাচ্চা নিয়ে এক আন্টি আজ এসেছেন, ঘরের সব কাজ ফেলে এসেছেন, বাচ্চাটি কিছুক্ষন পর পর ই দুধের তৃষ্ণায় কেঁদে ওঠে, আমাদের কোলে কোলে, সেই বাচ্চাকে দিয়ে তিনি চিৎকার করে ওঠেন স্লোগানে, জয় বাংলা বলে, বাচ্চাটি কি বোঝে জানিনা, কিন্তু সেই শ্লোগান তার কান্নাকে থামিয়ে দেয়, সেই ছয় মাসের বাচ্চাটি কি পতিতা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আপু, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কোন দিন আমি তাকে হিজাব ও নেকাব ছাড়া দেখিনি, বৃদ্ধ বাবাকে নিয়ে হিজাব পড়েই আজ আন্দোলনে নেমেছেন, সবার সাথে মিলিয়ে শ্লোগান দিচ্ছেন "রাজাকারের ফাঁসি চাই" সেই আপু ও আজ পতিতা। নড়াইল থেকে বৃদ্ধা মা কে নিয়ে এসেছেন সামিউল ভাই, হাতে বড় প্ল্যাকার্ড, "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই লিখে" ঢাকায় কোন আত্মীয় নেই, সস্তা হোটেল এ উঠেছেন, বৃদ্ধা মা তার হাঁটতে পারেন না, মুক্তিযোদ্ধার সন্তান, বাবা ও আজ বেঁচে নেই, মাকে নিয়ে ই তাই ছুটে এসেছেন প্রজন্ম স্কয়ারে। উত্তেজিত কণ্ঠে সেই বৃদ্ধা ও আজ বলে ওঠেন, "তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা" তিনি ও আজ পতিতা, আসলেই দুই লক্ষ নির্যাতিতা মা বোন সবাই পতিতা, আমরা সবাই পতিতাদের সন্তান, নিজের অমূল্য সম্ভ্রমের বিনিময়ে যারা এনেছেন এ দেশের স্বাধীনতা, গর্ব বোধ করি একজন পতিতার সন্তান হতে পেরে, একজন পতিতার ভাই হতে পেরে , চিরদিন এইভাবেই থাকতে চাই। আবার যদি আল্লাহ্‌ পাক দুনিয়াতে কোন দিন পাঠান, এভাবেই যেন পাঠান, আমিন। জয় বাংলা by- সালমান খান নিবিড়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.