রাজা
যা প্রয়োজন
১) ঘৃতকুমারী
২) একটি চালুনি।
প্রথমে চালুনিকে ধৌত করে রৌদ্রে শুকিয়ে নিবে। অতপরঃ ঘৃতকুমারীর পাতার মধ্যাংশ আলাদা করিয়া তাহার নির্যাস বাহির করিবে এবং তাহা চালুনির নেটের অংশে মাখাইবে যাহাতে চালুনির প্রতিটি ছিদ্র বন্ধ হইয়া যায়। এরপর রৌদ্রে শুকাইয়া লইবে।
যাদু দেখাইবার সময় চালুনি দেখাইবে তাহারা দেখিয়া কিছুই বুঝিতে পারিবে না। অতপর তুমি তাহাতে পানি তুলিয়া দর্শকদিগকে তাক লাগাইয়া দিবে।
সকর্কতাঃ পানি তুলিয়া বেশীক্ষন রাখিবে না। তাহাতে হিতে বিপরীত হইতে পারে।
উপসংহারঃ নিজ দ্বায়িত্বে দেখাও, কেহ পঁচা ডিম ছুড়িয়া মারিলে রাজামশাই দায়ি নহে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।