আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম এবং রাজনিতি !!!



আমরা যারা মুসলমান প্রায় সবাই জানি । ইসলাম মানব জীবনের প্রতিটি ক্ষেএকেই সুন্দর ও সুসংহত করে । তা অর্থনৈতিক,রাজনৈতিক,সাংস্কৃতিক কিংবা সামাজিক যাই হোকনা কেন । সাথে সাথে এই জাতীয় সমস্যাবলী সামাধানের জন্য উত্তম রাস্তাও প্রদর্শন করেছে। ইসলাম মানুষের জীবনের শ্রেষ্ঠ রাস্তা দেখানোর জন্য সচেষ্ট ।

এর মধ্যে মুল কথা হচ্ছে, সময়ের সূষ্ঠ ব্যবহার। আর ইসলামের বিধান সমুহই হচ্ছে মুসলিমদের দুনিয়া ওআখিরাতের জীবনের কামিয়াবীর সঠিক দিক নির্দেশনা। এই কথা গুলো আমরা মুসলমানদের পক্ষে অমান্য করা সম্ভব নয়। ইসলাম জীবনের পরিপূর্ন বিধান, এই কথাটা আমরা সবাই মানি। কিন্তু যখন ইসলামিক রাজনিতির কথা আসে তখন আমরা মানতে ছাইনা ।

কেন রাজনিতি কি আমাদের জীবনের অংশ নয়? আমরা জানি ইসলাম ধর্মে কিছু বিশ্বাস করলাম আর কিছু করলামনা , এমন সম্ভব নয়। ইসলাম এর প্রতি পরিপূর্ন ঈমান যে এনেছে সেই হচ্ছে মুসলমান । আজকে আমরা সত্যলোকের শাসন কামনা করছি। আমারতো মনেহয় এই সত্যলোকের শাসন ইসলামী দল গুলো অনেক আগ থেকেই কামনা করে আসছে। এই সত্যলোকের শাসন এর দাবি যখন আমরা করছি, এখন তাদের দাবি আমাদের দাবি এক হয়ে গেলোনা? এবং এই সত্যলোকের শাসন কি ইসলাম ছাড়া সম্ভব?


সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.