আহসান জামান
ওরা যাক, আমি এইখানে আছি
মৃত্তিকা ছুঁয়ে শিকড়ে যাবো
মুখরা হবো তার, হবো তার কলঙ্ক,
চৈত্র দুপুরে পুঁড়ে চিতা হবো আমি।
যাও, এপ্রিলের খোলা বাতাসে - সৌরভের সব
কারুকাজ আর গোলাপ পাঁপড়ি নিয়ে।
লোভী নই; ত্বষ্ঞা আছে কেবল;
জলের কাছে তবু চাই না ভিক্ষা
অগ্নি আমার সাথে।
ওরা যাক, অতীত হয়ে যাক,
অর্থনীতির সিঁড়ি হেঁটে আকাশে বাঁধুক ধূলিহীন
শিল্পিত সংসার, ঘরবাড়ী।
জাতিসংঘ ওদের, অস্থিরতা ওদের
আমি নিশ্চুপে গিলে খাবো ক্ষয়িষ্ঞুতা।
পাতালে যাবো, যাবো অন্ধকারে
চাঁদের সাথে আড়ি;
আমি সর্বনাশ হবো, হবো শহীদ মিনার।
ওরা যাক, আমি এইখানে আছি
অভিমানে পুঁড়ে পুঁড়ে আলতো রোদে আজ
ভিজাবো সব কারুকাজ;
তারপর - আলো হবো, আলোর ভিতর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।