ইচ্ছেমতো লেখার স্বাধীন খাতা....
জাতিসংঘের পরিসংখ্যান মতে, পৃথিবীর ৮৫ থেকে ১০০ কোটি মানুষ খাদ্যাভাবের মধ্যে বাস করে। ফাও-এর পরিসংখ্যান মতে প্রতিদিন প্রায় ২৫ হাজার লোক ক্ষুধায় বা খাদ্যাভাবজনিত নানা সমস্যায় মারা যায়। বিশুদ্ধ খাবার পানি পায় না পৃথিবীর ১.১ বিলিয়ন মানুষ।
এ অবস্থায় পৃথিবীর জনসংখ্যা অতিরিক্ত নাকি আরো মানুষ ধারণ করার মতো ক্ষমতা আছে পৃথিবীর? এ প্রশ্নে পৃথিবীর বিভিন্ন দেশ এবং সংস্থার নিজস্ব মতামত আছে। তবে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনসহ সংখ্যাগরিষ্ঠ লোকের ধারণা হচ্ছে পৃথিবীর জনসংখ্যা অতিরিক্ত।
কিছু বিজ্ঞানী জানান, পৃথিবীতে ছয় বিলিয়ন মানুষের ধারণক্ষমতা আছে।
পৃথিবীর মানুষ সর্ম্পকে আশাবাদীরা জানান, পৃথিবীর এ অবস্থা খুব বেশীদিন থাকবে না। দারিদ্র্য কমছে। প্রতিদিন এক ডলারের কম আয় করে এমন মানুষ আগামী ২০ বছর পর অর্ধেক হয়ে যাবে। আধুনিক প্রযুক্তির প্রচলন বাড়ায় ফসল উৎপাদন বাড়ছে।
এসব হিসাব দেখিয়ে আশাবাদী বিজ্ঞানীরা জানান, পৃথিবীর বর্তমান জনসংখ্যা ধারণক্ষমতার মধ্যেই আছে।
ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এবং গ্লোবাল ফুটপ্রিন্ট নেটওয়ার্ক পৃথিবীর জনসংখ্যা এবং পৃথিবীতে অবস্থান বিষয়ে গবেষণা করে। তারা জানায় ২০০৩ সালে পৃথিবীতে মানুষের ইকোলজিকাল ফুটপ্রিন্ট বা পরিবেশে মানুষের অংশগ্রহণ পৃথিবীর মোট সম্পদের চেয়ে প্রায় ২৫% বেশি। এ হিসাব অনুযায়ী ২০৫০ সাল পর্যন্ত পৃথিবীতে মানুষের ইকোলজিকাল ফুটপ্রিন্ট হবে ১০০% বেশি। এ হিসাব অনুযায়ী বর্তমানে পৃথিবীতে প্রায় ৩০% বেশি মানুষ আছে।
পৃথিবীর জনসংখ্যার গ্রাফ চিত্র। গ্রাফে ডান পাশের কালো অংশ হচ্ছে সাম্প্রতিক মানুষের মারাত্মক সংখ্যাবৃদ্ধি
আগের পর্বগুলো:
১. কাজ চাই, কাজ চাই (জনসংখ্যা- ১)
২. ১২ বছরে ১০০ কোটি উৎপাদন (জনসংখ্যা- ২)
৩. ছয় বিলিয়নের মাইলফলক (জনসংখ্যা-৩)
৪. আফ্রিকার জনসংখ্যা তিন গুণ বাড়ছে (জনসংখ্যা-৪)
৫. ৪৭টি দেশ বনাম ৩ জন ধনী (জনসংখ্যা-৫)
৬. জনসংখ্যা এবং জীবনযাত্রার মান (জনসংখ্যা-৬)
৭. হংকং ও সিঙ্গাপুর (জনসংখ্যা- ৭)
৮. ভারত ও চীন (জনসংখ্যা- ৮)
৯. চীনের এক সন্তান নীতি (জনসংখ্যা-৯)
১০. চীনের ধনীরা কৌশলে "একসন্তান নীতি" ফাঁকি দিচ্ছেন (জনসংখ্যা-১০)
এবং এ পর্ব.....
১১. পৃথিবীর জনসংখ্যা কী অতিরিক্ত?
(শেষ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।