আমাদের কথা খুঁজে নিন

   

অজানা এক সুর বাঁশী

বাঁশীর জগতে স্বাগতম। আসুন সুরের মুর্ছনায় নিজেকে বুঝতে শিখি

অনেক দিন আগের কথা- ..... বয়স কত হবে জানি না। তখন ৫ম শ্রেণীতে পড়ি। আমার এক ছোট বেলার বন্ধু মেলা থেকে একটা বাঁশী কিনে এনেছে। আমাকে দেখালো বন্ধু বাঁশীতে ফু দেয়..... কিন্তু বাঁশীতে কোন সুর তুলতে পারছেনা কি...ছু....তে..ই......।

অবশেষে আমার হাতে বাঁশীটা দিয়ে বলল, "এই বাঁশীটা তোর"। বাঁশী পেয়ে তো আমি মহা খুশী। পরক্ষনেই বাঁশীটা কেড়ে নিলো। মনটা তখন কেমন যেন হয়ে গেলো..... কদিন পর বন্ধু আমাকে বলল, "তুই যদি কোন এক অজানা সুর তুলতে পারিশ, তাহলে এই বাঁশীটা তোর"। আমার জন্য তখন মহা কঠিন পরীক্ষা।

আমি আর দেরি না করে লম্বা দম নিয়ে দিলাম এক ফু....................................................... এক ফুতেই অজানা এক সুর বেরিয়ে এলো বাঁশী দিয়ে। আনন্দে আমি আর কান্না ধরে রাখতে পারলাম না.....। বন্ধু আমাকে বলল, "দুস্ত তুইই পারবি, আমার দিয়া হবে না " ঠিক এই মূর্হুতেও আমি আমার চোখে জল রাখতে পারিছি না....।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।