আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের মিশ্র বিবাহের গান

মাঝে মাঝে মনে হয় এর চেয়ে যদি ছেলে হয়ে জন্মাতাম তাহলে অনেক স্বাধীন হতাম। আমি মনে মনে সুদূরের পিয়াসী হলে কি হবে, কবির ভাষায় "কক্ষে আমার রুদ্ধ দুয়ার সেকথা যে যাই পাশরী"। জয় রাধামাধব।

পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের মিশ্র বিবাহের গান পূর্ববঙ্গীয়রা বাঙাল ও পশ্চিমবঙ্গীয়রা ঘটি বলে বাঙালী সমাজে পরিচিত ৷ বাঙালীর এই দুই শাখাকে নিয়েই এই গান ৷ বরিশালের কন্যা আর বর্ধমানের বর ৷ বাঙাল ঘটি দুইজনাতে বাঁইন্ধা ছিলো ঘর ৷৷ তারা সুখেই ছিলো ৷ তারা সুখেই ছিলো ৷৷ আইতে শাল যাইতে শাল ৷ তার নাম বরিশাল ৷৷ ছুঁচ হয়ে ঢোকে তারা ৷ হয় যে পরে ফাল ৷৷ বাঙাল বলে ঘটির পোলা ৷ কাজের বেলায় ফাঁকি ৷৷ ধান ভাঙ্গতে ভাঙ্গে কোমর ৷ এমন সাধের ঢেঁকি ৷৷ ইলসা মাছের পাতুরী খায় ৷ পান্তা ভাতের সাথে ৷৷ শুঁটকি মাছের বাটা দিয়ে খায় সে গরম ভাতে ৷৷ কাটাপোনার কালিয়ে যে ৷ ঘটিরা যে চায় ৷৷ ডালের সাথে আলুপোস্ত ৷ মজা করে খায় ৷৷ পদ্মা সবার মা যদি হয় ৷ গঙ্গা সবার মা ৷৷ বাঙাল ঘটি বলে দুজন ৷ ঝগড়া কোরো না ৷৷ মোরা একই ডালের দুটি যে ফুল ৷ তফাৎ সেকি হয় ? একই মায়ের সন্তান মোরা ৷ এইতো পরিচয় ৷৷ বাঙাল ভাই জিন্দাবাদ ৷ ঘটি ভাই জিন্দাবাদ ৷৷ গানটা শুনুন এখানে Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।