আমাদের কথা খুঁজে নিন

   

Bloggers' Book( ব্লগারদের বই) নামে একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

ব্লগার এই টেকনো পৃথিবীতে আজ আর নতুন কোন কিছু নয়। 'আমি একজন ব্লগার'- এই পরিচয় বলার মত অবস্থা অনেক দেরীতে হলেও এখন আমাদের এই দেশেও এসেছে। তাই ব্যক্তিগত পর্যায়ে যার যে অবস্থান বা পরিচিত বা পদবী থাকুক না কেনো এখানে আমারা যারা ব্লগীং করি তারা সবাই ব্লগার পরিচয়ের বৃত্তে অবশ্যই বন্দী। আর সে কারনে যখন প্রাণে খুব খুশী নিয়ে অবলোকন করি বেশ অনেক ব্লগারেরই আগামী একুশে বইমেলা ২০০৯ এ বই প্রকাশ হচ্ছে তখন 'ব্লগারদের বই' শব্দ দুটো উচ্চারণে আমি গর্ববোধ করি আলাদা ভাবে। নিশ্চয় অন্যরাও করেন। সে কারনে ব্লগারদের বই গুলো সব এখানে এই ব্লগে একসাথে উঠে এসেছে ইতিপূর্বে 'আসছে বইমেলায় কোন কোন ব্লগারের বই বেরোচ্ছে' শিরোণামের পোষ্টে তেমনি ফেসবুক নামক কমিউনিটি সাইটেও আমি একটা গ্রুপ খোলার প্রয়োজনীয়তা অনুধাবন করেছি বিধায় Bloggers' Book( ব্লগারদের বই) শীর্ষক একটি গ্রুপ খুলেছি। যে সকল সম্মানিত ব্লগারদের বই বের হচ্ছে তারা আশা করি সেখানে নিজ বইটি বা বইগুলোর খবর ( নতুন এবং পুরাতনও) ও প্রচ্ছদ এবং সাথে সারকথা কিছু তুলে ধরবেন এবং সদস্য হবেন সকল ব্লগার। কারনেই প্রচারেই প্রসার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।