আমাদের কথা খুঁজে নিন

   

সায়েন্স-জোন ফোরামে যুক্ত হোন

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...

প্রিয় পাঠক, গঠিত হচ্ছে “সায়েন্স-জোন ফোরাম”। সায়েন্স-জোন ফোরাম হলো সায়েন্স-জোনের লেখক পাঠকদের নিয়ে সায়েন্স-জোন পরিবার। নূন্যতম দশজন সদস্য নিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় একটি এবং বিশ্বের প্রতিটি দেশে একটি করে “সায়েন্স-জোন ফোরাম” গঠিত হচ্ছে। প্রতিটি শাখার দায়িত্বে থাকছে তিনজন। সায়েন্স-জোনের লেখক পাঠকদের মধ্যকার দূরত্ব দূর করার সাথে সাথে ফোরামের সদস্যেদের দায়িত্ব নিজ নিজ জেলায় বিভিন্ন বিনোদনমূলক, প্রতিবেদন, গবেষণা এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করা।

“সায়েন্স-জোন ফোরাম” একটি সামাজিক এবং সেচ্ছাসেবী কমিউনিটি। আপনাদের জন্য নতুন নতুন প্রস্তাবনা আছে আমাদের কাছে। তৈরী থাকুন, সঙ্গেই থাকুন। সাজিয়ে তুলুন সায়েন্স-জোন পরিবার, সাজিয়ে তুলুন আপনার প্রিয় দেশ। আপনি সায়েন্স-জোন ফোরামের গর্বিত সদস্য হোন এবং অন্যকেও হতে উৎসাহিত করুন।

নতুন যারা সদস্য হলেন: (ঝত ০৪৩) শামিম ইমতিয়াজ, দিনাজপুর। (ঝত ০৪৪) শামসুজ্জামান, রাজশাহী। (ঝত ০৪৫) আসিকুর রহমান, রংপুর। (ঝত ০৪৬) সামাউন দিপ, রংপুর। (ঝত ০৪৭) সাইফুর রহমান, কুড়িগ্রাম।

(ঝত ০৪৮) আরিফ আহম্মেদ, রংপুর। (ঝত ০৪৯) ফারহাদ জামান, দিনাজপুর। (ঝত ০৫০) শাহজাদুল আউয়াল, দিনাজপুর। (ঝত ০৫১) রুকুনুজ্জামানু, রাজশাহী। (ঝত ০৫২) শাইফুর, রাজশাহী (ঝত ০৫৩) মোঃ ইকবাল (ঝত ০৫৪) ফৈজিয়া চৈতি, রাজশাহী।

(ঝত ০৫৫) জিললুর রহমান. রাজশাহী। (ঝত ০৫৬) রেজা, রাজশাহী। (ঝত ০৫৭) রুহুল আমিন, পাবনা। (ঝত ০৫৮) মোকলেছুর রহমান, রাজশাহী। (ঝত ০৫৯) আসাদুজ্জামান, রাজশাহী।

(ঝত ০৬০) মামুনুর রহমান, রংপুর। (ঝত ০৬১) ইমতিয়াজ আহম্মেদ, রাজশাহী। (ঝত ০৬২) মিলন রানা, রাজশাহী। (ঝত ০৬৩) মান্না, রাজশাহী। (ঝত ০৬৪) আব্দুর রকিব, রাজশাহী।

(ঝত ০৬৫) সাফিকুল ইসলাম, রাজশাহী। (ঝত ০৬৬) আরিফ খান, রাজশাহী। (ঝত ০৬৭) সন্দিপ কুমার রায়, পাবনা। (ঝত ০৬৮) সুমন কুমার, রাজশাহী। (ঝত ০৬৯) নিলয়, রাজশাহী (ঝত ০৭০) মামুনউদ্দিন, রাজশাহী।

(ঝত ০৭১) লাভলু হাসান, রংপুর। (ঝত ০৭২) প্রান্ত সরকার, রংপুর। (ঝত ০৭৩) সৈলী আকতার, ঢাকা। (ঝত ০৭৪) রবিন রহমান, রংপুর। :::::ফোরাম নিউজ:::::: *গত ৩০ নভেম্বর এবং ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে সায়েন্স-জোন রংপুর ফোরামের আয়োজনে রংপুর ক্যান্টপাবলিক ল্কুল এবং ধাপে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে কক্সবাজারকে বিনামূল্যে ভোট দান কর্মসূচী গ্রহণ করা হয় এবং সকল মহলে তা ব্যাপক প্রশংসিত হয়।

* গত ৯ জানুয়ারি ২০০৯ সায়েন্স-জোন রংপুর ফোরামের সদস্যরা মিলে প্রতিবন্ধী রিকসা চালক খলিল এর প্রতিবেদন সংগ্রহ করা হয় এবং তাকে ফোরামের পক্ষ হতে তার পরিবারের জন্য একদিনের ভালো খাবারের ব্যবস্থা করা হয়। *গত ১৮ জানুয়ারি ২০০৯ সায়েন্স-জোন রংপুর ফোরামের আয়োজনে শীতার্তদের কে শীত বস্ত্র বিতরণ করা হয়। বিশ্বের যে কোন প্রান্ত হতে যে কেউ যুক্ত হতে পারেন আমাদের সাথে। আপনারা চিঠি,ঝগঝ এবং ই-মেইল এর মাধ্যমে সায়েন্স-জোন ফোরামের সদস্য হতে পারেন। সায়েন্স-জোন ফোরামের কার্যক্রম শুরু হয়েছে আপনিও আপনার শহরে সায়েন্স-জোন ফোরাম গঠন করতে পারেন।

এর জন্য কমপক্ষে ১০ সদস্যের নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সদস্যদের মধ্য হতে ৩ জন থাকবেন ঐ শাখার দায়িত্বে। সায়েন্স-জোন ফোরামের এস.এম.এস এর মাধ্যমে সদস্য হতে- SZ (space) FULL NAME (space) AGE (space)DATE OF BIRTH (space) OCCUPATION (space) FULL ADDRESS (space) MOBILE/PHONE NO. বিশ্বের যে কোন প্রান্তের যে কোন মোবাইল থেকে। +৮৮০১৭১০৪৮৮৪৯৯ চিঠির মাধ্যমে সদস্য হবার জন্য এই ফর্মটি পূরণ করে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। Name:............................................................................................................................................................................... USER DATE OF BIRTH:................/.............../....................... AGE: ....................... YEAR................. MONTH PERMANENT ADDRESS:........................................................................................................................................... PRESENT ADDRESS:................................................................................................................................................... MOBILE NO:......................................................................PHONE NO:..................................................................... NATIONALITY:....................................GENDER.............................OCCUPATION:............................................... E-mail ID:..................................................................................................... চিঠি পাঠানোর ঠিকানা- সায়েন্স জোন বাসা নং: ৭৮/সি, রোড নং: ২ আর.কে রোড, ইসলামবাগ, রংপুর।

৫৪০০। ই-মেইল এর মাধ্যমে সদস্য হতে- FULL NAME AGE DATE OF BIRTH OCCUPATION FULL ADDRESS MOBILE/PHONE NO. লিখে পাঠিয়ে দিন- সায়েণ্স-জোন। উত্তরাঞ্চলের প্রথম তথ্য ও বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন। অনলাইন ভার্সণ wwww.science-zone.tk

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।