..............জানেত চাই জানাতে চাই..................
জোছনা রাতে আকাশ পানে,এলোমেলো চোখটা ঘুরে,
নাম না জানা তারার খুজে,
যেই তারাটি আমার চেনা
মনে যাহার আনাগোনা।
ঘুম ভাঙ্গা রোজ মধ্য রাতে,
ঝাপটা খোলা জানলা দিয়ে
চোখ চলে যায় বাঁশবাগানে,
বাশবাগানে লক্ষ জোনাক,
জ্বলছে জোনাক আপন খেয়ালে,
মনটা খুজে সেই জোনাকি
যেই জোনাকি আমার মনে
ঠাই নিয়েছে সযতনে।
সাগর পানে নোনা জলে
ঢেউ নেচে যায় ঢেউ এর তালে,
ঢেউ এর তালে মনটা দুলে
দুলে দুলে গভির জ্বলেই
ছুটে চলে।
লুকায় আমার আশা গুলো
গভির জলে সপ্ন হয়ে,
অবুঝ আমি সপ্ন খুজি
তাইতো আজও হন্য হয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।