আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্স নেটওয়ার্ক

মায়ার চাঁন্দের মায়া এমন, কান্দাইল সারা জনম.....

বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্স নেটওয়ার্ক এর নাম প্রথম শুনেছিলাম, প্রফেসর জামিলুর রেজার একটি সেমিনার উপস্থাপনা থেকে। অনেক অনেক আগের কাহিনী। সেই ২০০২ সালের কথা। উপস্থাপনাটি ছিল "আইসিটি এন্ড কমুনিকেশন ইন বাংলাদেশ"। ওই উপস্থাপনার পাওয়ার পয়েন্ট স্লাইড পাওয়া যাবে নিচের লিঙ্ক থেকে।

Click This Link এর ১২তম পৃষ্ঠাতে এই প্রজেক্ট শুরুর কথা বলা আছে। আর এই প্রজেক্ট এর উদ্দোক্তা হলো বাংলাদেশ ইউনিভারসিটি গ্রান্ট কমিশন (বিইউজিসি) (http://www.ugc.gov.bd/)। বিইউজিসি এর ওয়েব সাইট এ এই প্রজেক্ট এর কোন লিঙ্ক পেলাম না। একটা বার্ষিক প্রতিবেদন এ এই প্রজেক্ট এর কথা উল্লেখ আছে মাত্র। গুগল এ কিছুক্ষন খোঁজ করার পর একটা লিঙ্ক পেলাম (Click This Link) যার ৩য় পৃষ্ঠায় এই প্রজেক্ট এর কথা বলা আছে।

এই প্রজেক্ট এর বাজেট ৫০ কোটি টাকা আর মেয়াদ কাল ২০০৩-২০০৬ সাল। প্রজেক্ট এর মুল কাজ হলো ৯টা ইউনিভার্সিটি কে অপটিক্যাল ফাইবার দিয়ে সংযুক্ত করা। এখন ২০০৯ সাল। গুগল এ খোঁজ করার পর আরেকটা লিঙ্ক পেলাম উইকিপেডিয়া থেকে (Click This Link ) যাতে বলা আছে মাত্র ২টা ইউনিভার্সিটি সংযুক্ত হয়েছে আর তারা হলো বুয়েট আর ঢাকা ইউনিভার্সিটি। বাকি ৯টা ইউনিভার্সিটি সংযুক্ত হবে শীঘ্রই।

আমাদের দেশে এখন ইউনিভার্সিটি আছে ৭০টির ও বেশি। সবাই সংযুক্ত হবে কবে একমাত্র আল্লাহ এ জানেন। আমাদের দেশকে ইনফর্মেশন যুগ এ প্রবেশ করাতে হলে আমাদের কে অবশ্যই আমাদের ইনফ্রাস্ট্রাকচার উন্নত করতে হবে। সবগুলো ইউনিভার্সিটি সংযুক্ত হলে আমাদের দেশের ইউনিভার্সিটির গবেষনাগুলো সব ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা শেয়ার করতে পারবে, আর বেশি করে উন্নত মানের গবেষনা কাজ করতে পারবে। আমি মনে করি আমাদের সরকারের এ বিষয়টিতে অতি সত্তর নজর দেওয়া উচিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.