আমাদের কথা খুঁজে নিন

   

প্লিজ !! কথাবার্তা ও কাজ কর্মে সংযত হউন.......



জননেত্রী শেখ হাসিনা তার মন্ত্রী সভায় নতূনদের স্থান দিয়ে দেশ ও বিদেশে বেশ আলোচনার জন্ম দিয়েছিলো সবারই প্রশ্ন ছিল নতূনরা পারবেতো। কিন্তু মন্ত্রী সভা গঠনের ২১ দিনের মাথায় নতূন মন্ত্রীদের কথাবার্তা ও কাজ কর্মে সরকারের ভাবমূর্তি জনগনের কাছে ভাল ঠেকছেনা যা আগের সরকারের মন্ত্রীদের অনুকরণ মাত্র। গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ একটি সভায় বলেছেন "নির্বাচনের পরের ১৫ দিন দেশের আইন শৃংখলা রক্ষাকারি বাহীনি নির্বাচন কমিশনের তত্ত্বাবধনে থাকে তাই নির্বাচনোত্তর সহিংসতার জন্য নির্বাচন কমিশনকে দায়ি করেছেন"এখন প্রশ্ন হলো সে সময় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কাজ কি? কিছুদিন আগেও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতূন নির্বাচনোত্তর সহিংসতার জন্য বিএনপির অন্তর্কলহকে দায়ি করেছেন। আবার বানিজ্য মন্ত্রী ফারুক খান বলেছিলেন "আগামি সাত থেকে এক মাসের মধ্যে দ্রব্যমূল্য প্রত্যাশার চেয়েও অনেক কমবে" এদিকে গত উপজেলা নির্বাচনে সরকারের মন্তী আব্দুল লতিফ বিশ্বাস সহ কিছু সাংসদ সরাসরি প্রভাব খাটিয়েছেন বলে কিছু উপজেলায় আবারো নির্বাচন করার কথা ভাবছে নির্বাচন কমিশন। বিশাল রায় নিয়া আসা এই সরকারের মন্ত্রী ও এমপিদের গাছাড়া কথাবার্তা সরকারের ভাবমূর্তিই শুধু ক্ষুন্ন হছ্ছেনা দেশের জনগনকেও ভাবতে শিখাছ্ছে তারা কি আবারো ভূল করলো?? আবারো কি দেশ পিছনে ফিরে যাবে ??দেশের মানূষ যে আশা বুকে বেধে আপনাদেরকে এই বিশাল জয় এনে দিয়েছে সে আশা যেন গুড়ে বালি না হয়।তাই অনুরোধ থাকবে কথাবার্তা ও কাজ কর্মে সংযত হউন তা না হলে আগামিতে আপনাদেরকেও ২৩০ থেকে নামিয়ে শুধু ৩০ করা হবে।মনে রাখতে হবে জনগনই সকল ক্ষমতার উৎস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.