ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!
মনওয়ার বনাম কেটিডিড১১
বামের ঘোড়া f6 এ আনলে f7 এর পন ডেভেলপ হচ্ছে না। d5 এর পনের সাপোর্ট আমার মন্ত্রী। e7-e6 মনে হচ্ছে একটা ডেভেলপিং মুভ। এক্ষেত্রে ওর পন আমাকে খেলে এক্সচেঞ্জের পর ওর রাজাকে মন্ত্রী দিয়ে হরাইজন্টাল চেকে ফেলা যাবে। বামের হাতিও জায়গা পাবে নড়াচড়ার।
আমি আসলে মন্ত্রী মুভ করানো ছাড়াও d5 এর পনের একটা এক্সট্রা সাপোর্ট চাচ্ছি। মন্ত্রী এত আগে বের করতে রিস্কি লাগে। e7-e6 করলে ওর বামের সাদা হাতি আমাকে ডাইরেক্ট চেক দিতে পারবে কিন্ত আমি c7-c6 করে একই সাথে হাতি ভাগানো এবং পন স্ট্রাকচার ডেভেলপ করতে পারবো। পারা উচিৎ আর কি।
তাহলে e7-e6ই করলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।