ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!
মনওয়ার বনাম মরিসিও
এই ইটালিয়ান গত মুভের পর আমাকে মেসেজে জানাল সে নাকি তার আগের দিন মানতোভায় সেরকম ভাল একটা বাংলাদেশীদের শোতে গিয়েছিল। তার ভাল বন্ধু এক বাংলাদেশী, জয়, সে নাকি খুব সুন্দর বাংলাদেশী গান গাচ্ছিলো!
যাই হোক, খেলি। c2-c3 একটা ইন্টারেস্টিং মুভ; d4xc3 কালো চাললে আমি যদি b2xc3 করি, সমান মেটারিয়াল লস দুইজনেরই কিন্তু আমার একটা পন স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে। আরেকটা হতে পারে Kb1-Ka3; কিন্তু কালো b7-b5 করে নিজের পন স্ট্রাকচারের বিনিময়ে আমার মেটারিয়াল খোয়ানোর চেষ্টা করতে পারে। এত আরলি এরকম ইমব্যালান্সড মেটারিয়াল মুভ করতে এজন্যই মন চায় না, অনেক ভাবা লাগে। আর ভাবলাম না তাইলে, c2-c3 মারলাম। আপনাদের বেটার আইডিয়া থাকলে কইয়েন, পরে শিখুম, 'অকাটমূর্খ' ভাইয়ের সাজেশনের মত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।