ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!
ঢিলামির ঠেলায় খেলা হচ্ছিলো না, ফাঁকে টাইমব্যাংকও ডিপ্লিট হচ্ছে। শুরু করা যাক।
মনওয়ার বনাম জেমস৭৬
পিছাইয়া হাতিরে কই নিছে দেখো!
Kb-c3 একটা অপশন। d5, b5, a4, e4, চারটা স্কয়ারই সুন্দর গা্র্ড দেয়া হয়। একদিক দিয়ে এটাও c4 আর e4 এর ব্যাকআপ।
d2-d3 করলে c4 এবং e4 এর ব্যাকআপ থাকে, বামের হাতিও মুক্ত হয়।
যা দেখতেছি, কালোর নড়াচড়ার অপশন বেশ লিমিটেড। সুতরাং প্রোঅ্যাক্টিভ কোন মুভ আর করলাম না।
সেফ আর অনেক অপশন থাকায় Kb-c3ই করলাম তাইলে। এই মুভটা গত চালেই অকাটমূর্খ ভাই সাজেস্ট করছিলেন।
এক দান পরেই গেল, এই যা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।