ফোঁটায় ফোঁটায় জহর আমি জমা করে রাখি তোর নাম করে বুড়ি জপি নতুন রুবাই ।
আমাদের কোন স্থায়ী ঠিকানা নেই
এহসান হাবীব
বাপুরাম বলে যে সাপুড়ে ছিলো সে এখন ডিসকভারি চ্যানেলে।
জহরের লোভে পড়ে যে কি-না হারিয়েছিলো নামধামসমেত স্থায়ী ঠিকানা
এক ভূবনডাঙার চিল ছাড়া যার আর কোন বান্ধব ছিলো না।
গোখরার প্রেমে মজে গিয়ে যে কি-না নিজেকে লুকাতো শর্বরীর দেহে;
দেহের মোচড়ে পড়ে আটমাস থেকে যেতো বেউলার ঘরে-
সেই আজ ফিরে এসেছে ডিসকভারি চ্যানেলে- কোট টাই পড়ে।
সাপ কি জানতো? সাপ কি জানে?
কামতার বনে যেসব হরিনীরা ঘুরে বেড়ায়- সাপেদের সহোদরা
এমন বিজ্ঞাপনে ক্যামন ভোগ্যপণ্য- এই মহাভারত।
বেদেরও ঠিকানা মেলে, মেলে কিছু খুচরো পয়সা। মেলে না-কী?
আয় বাবা বাপুরাম!
স্থায়ী ঠিকানার অভাবে আজো পারিনি যেতে ডিসকভারি চ্যানেলে।
এলেবেলে
এহসান হাবীব
আমাকে জিজ্ঞেস করো-
অকারণ রোদে ভিজে হাঁটাহাঁটির কারণ
এত ঢাকঢোল পিটানোর কিছু নেই
কোন কোন সময় বালিতে সূঁচ পাওয়া যায়
তেমন পেয়ে গেলে ভাবো, আহ্ কী সৌভাগ্য!
সূঁচের কদর ছিলো আমরা জানি;
আধুলি ফুটো হয়ে গেলে লকেটের গিঁট দেওয়া ছাড়া
তাঁতিপাড়ায় সূঁচ আর খোঁজে না কেউ।
আমাকে জিজ্ঞেস করো
পাহাড় দাঁড়িয়ে থাকার কারণ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।