আমাদের কথা খুঁজে নিন

   

একুশে পদক ২০১৩ পাচ্ছেন ১২ জন ব্যক্তি ও উদীচী শিল্পী গোষ্ঠী।।

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা... এ বছর একুশে পদক পাচ্ছেন ১২ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। এদের মধ্যে ৬ জন মরণোত্তর পুরস্কার পাচ্ছেন। এবার যাঁরা একুশে পদক পাচ্ছেন তাঁরা হলেন: ১. কবি আসাদ চৌধুরী (ভাষা ও সাহিত্যে অবদানের জন্য) ২. কবি রফিক আজাদ (ভাষা ও সাহিত্যে অবদানের জন্য) ৩.চারণ কবি বিজয় সরকার (শিল্পকলায়, মরণোত্তর) ৪. অধ্যাপক অজিত কুমার গুহ (মরণোত্তর) ৫. অধ্যক্ষ মো. কামরুজ্জামান (মরণোত্তর) ৬. নূরজাহান মুরশিদ (সমাজসেবায়, মরণোত্তর) ৭. স্যামসন এইচ চৌধুরী (সমাজসেবায়, মরণোত্তর) ৮. এম এ ওয়াদুদ (মরণোত্তর) ৯. তোফাজ্জল হোসেন (ভাষা আন্দোলনে) ১০. সঙ্গীতশিল্পী কাদেরী কিবরিয়া (শিল্পকলায়) ১১. অভিনেতা জামালউদ্দিন হোসেন (শিল্পকলায়) ১২. সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ (মুক্তিযুদ্ধে) ১৩. উদীচী শিল্পী গোষ্ঠীও (শিল্পকলায়) পদকপ্রাপ্ত প্রত্যেককে এককালীন নগদ ১ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণ পদক ও একটি সম্মাননাপত্র দেয়া হবে। সকলকে অভিনন্দন। বিশেষ করে কবি আসাদ চৌধুরী ও কবি রফিক আজাদকে আমার বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.