আমাদের কথা খুঁজে নিন

   

অদূরদর্শী প্রতিশ্রুতির উভয় সংকট

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী সহ তথা মহাজোট বাংলাদেশে যে নির্বচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন তার ব্যর্থতায় তারা কিছুদিন পর পতিত হবে।কারণ তারা বলেছিল তারা ক্ষমতায় গেলে ১০ টাকা কেজির চাল বাংলাদেশের জনগণকে খাওয়ানো হবে।কিন্তু এখনো চালের দাম ১০ টাকায় নেমে আসেনি।যদি চাল ১০ টাকা কেজিতে নেমে আসে আর অন্যান্য দ্রব্যের দাম যদি চালের চেয়ে বেশী থাকে তবে কি সুফল পাবে এদেশর গরীব মনুষ?ফলে দেশজুড়ে এক ধরনের হাহাকারই থেকে যাবে।বিবিসি বাংলাদেশ টিভি অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত সালমা খান বলেছেন-"দশ টাকা যদি চালের দাম হয়, তাহলে কৃষকরা আগামী বছর ধান বুনবে না"।এতে দেশের বিপর্যয়ই কেবল দেখা দেবে।যদি সকল দ্রব্যমূল্যের মাঝে সমন্বয় সাধিত না হয় তবে কোনো উন্নয়নই দেশের মঙ্গলে আসবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।