সভাপতি- বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, সম্পাদক ঢেউ, সভাপতি- জাতীয় সাহিত্য পরিষদ মুন্সীগঞ্জ শাখা বাংলাদেশে জমিদারী প্রথা উঠে গেছে অনেক আগে। কিন্তু সমাজে জমিদারের মতো আচরণকারী মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। এখন প্রত্যেক এমপি, প্রত্যেক উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, বড় ব্যবসায়ী, নেতা/পাতি নেতা নিজেকে জমিদার মনে করে মানুষের সাথে আচরণ করেন। রাজনীতি ইতোমধ্যে ধনীদের হাতে চলে গেছে। তারা সাধারণ মানুষকে প্রজাজ্ঞান করেন।
সাধারণ মানুষের পক্ষে রাজনীতি করতো কমুনিস্টরা। কমুনিস্টদের এতোকাল বলা হতো দেউলিয়া। অচিরেই হয়তো মৃত আখ্যা দিতে হবে। কমুনিস্টদেও নিয়ে সা¤প্রতিক সময়ে পীর হাবিবুর রহমান একাধারে সত্য-মিথ্যা লিখে চলছেন। কিন্তু এতে কমুনিস্ট বিরোধী প্রগাপাণ্ডা বিশ্বাসযোগ্য হয়ে উঠছে।
দেশের মানুষের কথা বঙ্গবন্ধু এবং মাওলানা ভাষানী ভেবেছেন। এখন সাধারণ মানুষের কথা ভাবার আর কেউ নেই। পচাত্তরের পরে সাধারণ মানুষ নাগরিক থেকে প্রজা হয়ে গেছেন। ভোটের কয়দিন নাকী তারা রাজা হয়ে উঠেন। আসলে তা নয়, ভোটের কয়দিন তারা ভিক্ষুক হয়ে উঠেন।
রাজারা বের হন ভিক্ষুক খুঁজতে। তারা পেয়ে যান অহরহ, ভিক্ষা দিয়ে ভোট কিনেন। সামগ্রিক অবস্থা মনে হয় জমিদারী আমলের চেয়ে ভাল নয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।