আমাদের কথা খুঁজে নিন

   

প্রাপকঃ জাতিসঙ্ঘের মহাসচিব.....(শান্তির ব্যর্থ দূত)

মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....

তোমাকে কী বলবো?তোমার কান নেই! তোমার চোখ নেই।তাই দেখোনা! তোমার অনুভূতিগুলো বিকি হয়ে গেছে পাথরের মত হৃৎপিন্ডটা! কোন মুখে তুমি শান্তির দূতালী করো? লজ্জা করেনা? এর আগে কত রক্ত ঝরলো,তুমি দেখেও দেখনি হাহাজারে ভাঙলো পৃথিবীর বুক বিচ্ছিন্ন হলো শিরা-উপশিরা শোকে পাথর হলো মায়েদের মন! তুমি দেখনি। কিভাবে দেখবে? তুমিতো পা-চাটা বানানো গদিতে বসা শক্তের চাটুকার তুমি অবলা! তোমার জন্য কী রেখেছি জানো? থাল থাল ঘৃণা নর্দমা থেকে তোলা সুগন্ধি(!) মাটি শান্তির ভাঙা পা ভয়াবহ কিছু রোগ আর আমাদের শোকে বিগলিত কতগুলো মানুষের লাশ! তোমার বা তোমাদের বিচার হবেই ফিলিস্তিনের বিদেহী আত্মারা কখনো ছাড়বেনা ছাড়বেনা আমাদের ব্যর্থ বিবেক ছাড়বেনা পেছনের কালো ইতিহাস!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।