বাস্তবটা এমন কঠিন যে শয়তাকে ভগবাণ হিসাবে মানতে হয়। মুখভরা দাড়ি সদ্য হজ্জ ফেরত মিষ্টিভাষি বাস্তব ইবলিশ একটা আমি দেখলাম । নিজ স্বাথের জন্য পারেনা এমন কাজ তার অজানা নাই। বিধাতা বলতে একজন আছেন যিনি চেনেনা এমন প্রাণ কল্পনাহীন। তার হাতেই তো লাঠাই ।
আর সে তো যদু মধু কিংবা আমার মতো ভেত বাঙ্গাল নয় । সে ধরেছে শয়তানটাকে। যেমন করে সবাই ধরেছিল শফি সাম্মিকে ।
ভগবান হয়ার দরকার কি মানুষ হতে পারলেই আনেক কিছু। আমাকে দোয়া করবেন আমি যেন মানুষ থাকতে পারি আর মানুষ হতে পারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।