আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহকে সিজদা করার আগে শয়তানকে সিজদা করা উচিৎ--মাওলানা ইসমাইল হোসেন

সত্য সব সময়ই সত্য, তবে আপেক্ষিকতার নিরিখে।

আল্লাহকে সিজদা করার আগে শয়তানকে সিজদা করা উচিৎ--"আদম ও হাওয়া" বইয়ের ৩৭ পৃষ্ঠার কথা। বইটির লেখক-মাওলানা ইসমাইল হোসেন। http://www.biplobiderkotha.com ১০/১২ দিন আগে পুরানা পল্টন দিয়ে হেটে যাচ্ছিলাম। তখন ফুটপাতে দেখলাম "আদম ও হাওয়া" বইটি।

এ ধরনের বইয়ের প্রতি আমার তেমন আগ্রহ নেই বললেই চলে। তারপরও সেদিন ওই বইটা হাতে নিয়ে দেখলাম। ভূমিকা ভালো লাগার কারণে কিনে নিলাম। এরপর আর পড়া হয়নি। গত রাতে পড়লাম।

সেখানে এক নতুন কথা জানতে পারলাম। তা নিম্নে তুলে দিলামঃ-----------আল্লাহকে সিজদা করার আগে শয়তানকে সিজদা করা উচিৎ। কারণ আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করতে চাননি। শুধু আদম ও হাওয়ার ভুলের কারণে করেছেন। আর এই ভুলের পিছনে ছিল শয়তান।

আল্লাহ আদম ও হাওয়াকে সৃষ্ট করে বলেছিলেন যে, তোমরা আমার হুকুম মতো চলবে। তিনি আরো বলে দিয়েছিলেন যে তোমরা একে অপরের সাথে মিলিত হবে না। সেক্স করবে না। যাকে আমরা বলি (গন্দম ফল)। হযরত শয়তান আদম ও হাওয়াকে পটিয়ে ওই কাজে মিলিত করলো।

এতে আল্লাহ রাগ হয়ে গিয়ে আদমকে বার্মায় ও হাওয়াকে ইরাকে শাস্তি স্বরূপ পাঠালেন। এই পাঠানোর কারণে পৃথিবী সৃষ্টি করলেন। তাহলে দেখা যাচ্ছে শয়তানের কারণেই আমরা এতো সুন্দর পৃথিবী ও আমাদের মা-বাবা-ভাই-বোন-আত্মীয়-সজন দেখতে পেলাম। এবং নিজের জীবন পেলাম। আর এই কারণে --ই---- আল্লাহকে সিজদা করার আগে শয়তানকে সিজদা করা উচিৎ।

NB: শেখ রফিকের পোস্টটি ধার করে দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.