মানুষ আসে মানুষ যায় কিন্তু সময় যায় চিরতরে বন্ধু-আছ কি সুখের ঘুমে রঙ্গীন স্বপ্নের দেশে- অন্যায়ের বন্যায় আশার ঘর যে তোমার নিমেষে গেলো ভেসে! জেগে ওঠো-দেখো চেয়ে তোমার গোলার ধান শস্য দানা, লুটে নিলো তস্কর-বাঁচবার রসদ স্ত্রী সন্তান আজ করে আর্তনাদ। চারিদিকে রব চিৎকার হাহাকার-হবে না কি তার কোন প্রতিকার- বুকের পাঁজড় ভেঙ্গে করে চুরমার ঐ পিশাচ রাজাকার। আমার বাবার ভিটায়-ঘাম ঝরিয়ে বাঁধা ঘরে একদা যে কসাই উল্লাস করেছে বাবাকেই জবাই করে। ছোট সোনা বোন কচিমুখে যার থাকত ভরে হাসি- বলাৎকার করে মেরেছে তাকে হায়েনারা- মোল্লাবেশী। মা;কে করেছে বীরাঙ্গনা আর ভাইকে শিরোচ্ছেদ- প্রিয়তমা বধু উলঙ্গ হয়েছে মেটাতে ওদের জেদ। বুক ভাঙ্গা দীর্ঘশ্বাস-অবিরাম বয়ে চলে কালবৈশাখী ঝড়ে বাংলা মায়ের শরীর রক্তাক্ত হয়েছে নরখাদকের আঁচড়ে- সেই সে নরাধম আজো দম্ভ ভরে মাথা উঁচিয়ে ফেরে,বিষাক্ত ফনা তুলে ছোবল মারবে বলে চেপে বসে আছে এই সমাজের ঘাড়ে। চেয়ে দেখো ঐ চলে যায়-গরাদের তালা খুলে উগ্র ভঙ্গিমায়- উন্মত্বের চতুরতায়-আমরা আগেও ছিলাম এখনো অসহায়। চোঁখ মেলে চাও-এসো দ্বিধা দ্বন্দ ভুলে ধরি হাতে হাত- কাটবে আঁধার রাতি,সুদিন আসবেই আসবে প্রভাত! একতার বাঁধনে চলো প্রতিবাদ করি-করি অবরোধ- ফাঁসির মঞ্চে পাঠাব ওদের-নেব মাতৃ হত্যার প্রতিশোধ। জনতার জোয়ারে ভেসে যাবে সব হবে চক্রান্ত বরবাদ- ফাঁসির দড়িতে ঝুলাতে হবে সব রাজাকার জল্লাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।