এক রাখাল বালক ছিল। সে গরু চরাতে গিয়ে প্রায়ই “বাঘ এসেছে, বাঘ এসেছে” বলে চিৎকার করত। গ্রামবাসী তা শুনে লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে ছুটে আসত বাঘ তাড়ানোর জন্য। এসে দেখত কোন বাঘ আসে নাই। এটা দেখে রাখাল বালক হেসে কুটি কুটি হত, আর মজা পেত।
একদিন রাখাল বালক গরু চরাচ্ছে, এ সময় সত্যি সত্যি বাঘ আসল। বাঘ দেখে রাখাল বালক “বাঘ এসেছে, বাঘ এসেছে” বলে চিৎকার করতে লাগল। বিরক্ত গ্রামবাসী এবার তার কথা বিশ্বাস করল না, সাহায্য করতে এগিয়ে এলনা, বাঘ রাখাল বালককে ধরে নিয়ে চলে গেল।
বাঘ যে রাখাল বালককে ধরে নিয়ে গেল, রাখাল বালক ক্ষতিগ্রস্থ হল – এটা হল গল্প।
সত্যি ঘটনা হলঃ রাখাল বালক “বাঘ এসেছে, বাঘ এসেছে” বলে চিৎকার করতে করতে যখন দেখল, গ্রামবাসী কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না, সে দৌড়ে গিয়ে একটা উঁচু গাছে উঠে পড়ল।
রাখাল বালককে ধরতে না পেরে বাঘ গ্রামের মধ্যে প্রবেশ করল ও গ্রামবাসী ক্ষতিগ্রস্থ হল।
গ্রামবাসীকে প্রশ্ন করা হল, তোমরা ক্ষতিগ্রস্থ হলে কেন?
গ্রামবাসী উত্তর দিলঃ
কারণ আমরা রাখাল বালকের কথা বিশ্বাস করিনি বলে।
**অটঃ আমার এই লেখাটি ২১শে আগস্টের গ্রেনেড হামলার পরের মাসে সাপ্তাহিক যায়যায়দিনে প্রকাশিত হয়েছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।