ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!
দ্রষ্টব্য: চাম নেয়া উদ্দেশ্য না। সাবকনশাসলি চাম নিয়ে ফেললে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
____________________________________________
বেশ কিছুদিন ধরে জিম্যাট পড়ছি। আলস্যের কারনে ২-৩ দিন পড়ি তো ১ সপ্তাহ চেয়েও দেখি না। এই জন্য এক বন্ধুর সাথে জোড়া লাগলাম রিসেন্টলি।
এখন পড়া একটু বেশি স্পীডে আগাচ্ছে, কিন্তু তাও সন্তুষ্ট না আমি স্পীড নিয়ে। এস এস সি লেভেলের প্রিপারেশন হচ্ছে না।
আমার এস এস সির প্রিপারেশন ছিল সেই লেভেলের। কম্পিউটার নিয়ে গিয়েছিল বাবা-মা, পিছে লেগে থাকতো ফুফু। বোরড হয়ে সব টেস্ট-পেপার সলভ করে ফেলেছিলাম।
পরীক্ষার সময় আসল ইস্যু ছিল কোনটা ছেড়ে কোনটা দিবো, সবই কমন ছিল। কোন টিচারের কাছে না পড়েও ৫ম (মানবিকে, ঢাকা বোর্ড, ২০০০) হয়েছিলাম মনে হয় সে কারনেই।
যাহোক, ব্যাক টু জিম্যাট, দূর্বলতা এইতক যা বুঝলাম, ভার্বালের চেয়ে ম্যাথে বেশি। আরো স্পেসিফিক হতে হলে ডেটা সাফিসিয়েন্সী সেকশনটায়। কঠিন ডি. এস. গুলা পুরা খাবি খাওয়ানো রকমের কঠিন।
যা বুঝতেছি, কনসেপ্ট আর নলেজের তেমন ঘাটতি নেই, ঘাটতি এপ্লিকেশনে। পিছে লেগে থাকলে ফল পাওয়া যায় তা অলরেডী বুঝে গেছি, কিন্তু সাসটেইনড ভাবে পিছে লেগে থাকা নিয়ে কথা। আমি ভয়ংকর আইলসা আর খুব সহজে ডিস্ট্রাকটেড।
অংকে আমি বরাবরই দূর্বল। বাবার সাইডে পুরা গুষ্ঠীরই একই অবস্থা, মায়ের সাইডেও অবস্থা খুব একটা যে বেটার তাও না।
আব্বু ম্যাট্রিকে অংকে পেয়েছিল ৪৮, আম্মু ৬২। বড়চাচা ৩৩। মনিচাচা, মানে আমার ছোটচাচা, সেও অংকে কম পেয়েও স্ট্যান্ড করেছিল। আমিও ৮৩ পেয়েও ৫ম... এবং আশা করি আপনারা স্বীকার করবেন ৫ম স্ট্যান্ডের পক্ষে ৮৩ আসলেও বেশ হরিবল একটা স্কোর। এইটা আমার কাছে একটা চ্যালেন্ঞ্জ, এই দূর্বলতাটা ওভারকাম করা।
আইবিএতে বেশ আগিয়েছিলাম জিনিসটায়, অংকে ৮৯.৫, আধা মার্কের জন্য 'এ' মিস। ফিজিক্সে হেসে-খেলে 'এ'। শিখার পদ্ধতি আর প্র্যাকটিস বেশি গুরুত্বপূর্ন।
কি মনে হয় ভাই এবং বোনেরা, পারবো না ওভারকাম করতে? (মনে হয় চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।