মুহুর্তকে বিনোদন ভাবতে চাই!
কি সুন্দর বাতাস, কি সুন্দর গাছপালা, মাঠভরা সবুজ। যেদিকে তাকাই খালি সবুজ আর সবুজ। চোখটা এক্কেবারে জুড়াইয়া যায়। আধাপাকা মোটর সেদ্ধ, মাঠের মইধ্যে ছোলা পোড়ানো। ধানের খড়ে আগুন লাগানো।
ইস্ রে - মনে হইতাছে অক্কনই চইল্লা যাই।
কিন্তু কেমনে?
কি - ভাইসাব ? যাইবেন নাকি আপনিও? যদি চান তো চলেন গলাগলি কইরা রওনা হই। ভিলেজ পলিটিক্স আর একটু ভালা কইরা শিক্ষা তারপর আবার শহরে চইলা আইমু।
ভাবতাছি, যদি ভিলেজ পলিটিক্স ভালা মতো শিখতে পারি তয় শহরে আইসা রাজনীতিতে নাম লেখামু। আমি একজন বিরাট রাজাকার মার্কা পলিটিশিয়ান হইতাম চাই।
আপনারা যদি কেউ এইরহম রাজাকার মার্কা পলিটিশিয়ান হইতে চান তো শিগগীর আমার সাথে গেরামে চলেন।
রাজাকাররা কেমুন জানি মুরগীর লাহান ঝিমাইতাছে। মনে হয় তাগো ঝিমানি রোগে ধরছে, আর এই ফাঁকে আমার চান্স। একটা চান্স লইতে দোসের কি।
যাই হোক আমি কিন্তু সত্য সত্যই রাজাকার মার্কা একজন অজ্ঞাত পলিটিশিয়ান হইবার চাই।
এই জন্য আপনাকো দোয়া আমার একান্ত কাম্য।
সব্বাইরে...
ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।