আমাদের কথা খুঁজে নিন

   

ভগবানের চোখ.......



‘রেগে গেলেন তো হেরে গেলেন’ মানে কি? মানে কিছুই না। তোমায় ড্রেসিং টেবিলের আয়নায় লেখা আছে কথাটা। ও তাই বল। তুমি না.....আসো তো দেখি কাছে আসো, আয়নার গতরজুরে কতগুলো তিল.... লাল, কালো.. নীল, হলুদ, এই যে বড় খয়েরি তিলটা.... আল্লাহ কি সুন্দর, যেন ভগবানের চোঁখ। এই তো দ্বিধায় পড়ে গেলাম।

ভগবানের তো অভাব নেই! না এইটা আল্লাহর চোখের মতন। প্রশ্ন করতে পারো তুমি কি আল্লাহর চোখ দেখেছো? আমি কেন ,পৃথিবীর কেউই দেখেনি। অথব এই খয়েরি তিলটাকে সৃষ্টিকর্তার চোখের সঙ্গে তুলনা করতেই পারি। তিল কোথায় দেখলে এগুলো তো আমার টিপ। তোমার কাছে কি জলরঙের টিপ আছে অথবা মাছিরাঙা? সে দিয়ে তুমি কি করবে? আমার দু ভুর“র মাঝখানে ঝোলাবো।

আ”ছা রাখ তো এসব.........এবার আসো কাছে আসো। লী বাবুটির মত চুপটি করে বস। তোমকে দেখবো। তোমার ঠোটের তিলটা, হ্যাঁ এই তো সেই দুষ্টু তিলটা। কত জ্বালাতন করেছে আমাকে।

তোমার তিলটা আমাকে দিবে? সে না হয় নিলে কন্যা। কিন্তু ঠোট যে আমার বিধবা হবে! আমার বুকে একটা তিল আছে সেটা তুমি নিতো পারো। তোমার ঠোটের তিলটা আমার বুকে বসিয়ে দাও। আর তোমার ঠোটের ভাজে আমার তিলটাকে জায়গা করে দাও। তাইলেই তো সব চুকে গেল।

বেশ ভালো বলেছো তো। কিন্তু আবার কিন্তু এখনই আমাকে অফিসে যেতে হবে। অফিস আমাকে ছাড়ে না। আমিও ছাড়বো না তোমাকে। চলবে..........


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।