চিন্তা-চেতনা
স্বাধীনতার পর এই প্রথম নীরব ব্যালট বিপ্লব সম্ভব হয়েছে। ৭৩ সালের পর আবার আওয়ামী লীগই এমন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল। সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে এ গণরায়ে প্রত্যাশার চেয়েও বেশি আসন পেয়েছে মহাজাট। অষ্টম সংসদে বিজয়ী ৪ দলীয় জোট পেয়েছে ৩২ আসন। এবার মহাজোট বিজয়ী হয়েছে ২৬২ আসনে।
দ্রব্যমূলের লাগাম টেনে ধরাই এখন প্রধান কাজ। তারপর যুদ্ধাপরাধীদের বিচার। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করাসহ সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীও আনতে হবে....কিন্তু এসব অর্জনের জন্য যে পরিমিতিবোধ প্রয়োজন, মাঠ পর্যায়ে সে ধৈর্য্য দেখাতে পারবে তো? ভয়টা ঔখানেই।
তালগোল পাকিয়ে ফেললে, ভারসাম্য হারিয়ে গেলে_ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোয়ারে অতীতের মতো হারিয়ে যাবে সব! এ ভীতি নিয়ে ভারত ফিরে গেলেন নির্বাচন কভার করতে আসা আনন্দ বাজার পত্রিকার তুখোর সাংবাদিক অনিন্দ জনা। তাই, বিজয়ের সাফল্য উদযাপনে প্রতিটি হৃদয়ে ধৈর্য্য ও শান্তির প্রত্যাশা জেগে থাক, এ কামানাই করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।