আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ব্লগ সম্পর্কিত গবেষণায় আপনার সহায়তা চাইছি (অধিক তথ্য সংগ্রহের জন্য রিপোস্ট)

সঙ্গে সাহিত্যের সুবাস ...

মিডিয়া স্টাডিজের ছাত্র হিসেবে মূলধারার মিডিয়ার ব্যর্থতার বিপরীতে বিকল্প মিডিয়ার প্রতি আমি বরাবরই আগ্রহী। ব্লগ হলো আজকের যুগের সেই বিকল্প মিডিয়া। ব্লগিং ও ব্লগভাবনার পাশাপাশি আমি সম্প্রতি ব্লগগবেষণায় আগ্রহী হয়ে উঠেছি। আমি সাহস করে বলতে চাই, বাংলা ব্লগিংয়ের ওপরে সম্ভবত প্রথম সমন্বিত গবেষণাপত্র প্রণয়ন করার প্রকল্প আমি হাতে নিয়েছি। তবে আপনাদের অংশগ্রহণ ছাড়া তা বাস্তবে রূপায়ণ করা সম্ভব নয়।

আমি আশা রাখি গবেষণাপত্রটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখিত ও প্রকাশিত হবে। গবেষণাপত্রের ফলাফল গবেষণাশেষে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আমি আহ্বান করছি আপনারা এই গবেষণাপ্রকল্পে অংশ নেবেন, নিচের কিছু প্রশ্ন উত্তর দেবার মাধ্যমে। সংহত ফলাফলের খাতিরে, যিনি উত্তর দেবেন, সবগুলো প্রশ্নেরই (১ থেকে ৯) উত্তর দেবার জন্য অনুরোধ করছি। ১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন? (বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি।

আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন) ২.আপনি ব্লগিং কেন করেন? (সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে) ৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে? (মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন) ৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে? (বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন) ৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন? (ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে) এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী? (শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন) ৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী? (সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য) ৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে? (সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য) ৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন। ৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি? (যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া।

আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন) (এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়) ১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন। ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি এই পোস্ট পাঠ এবং গবেষণায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ। এর বাইরেও কোনও তথ্য বা জরিপের প্রয়োজন পড়লে আবার আপনাদের সাহায্য চাইবো। দ্রষ্টব্য যে, এখানে অংশ নিলে সাধারণভাবে গবেষণাপত্রে আপনার নাম প্রকাশিত হবার কথা নয়। তবে উল্লেখযোগ্য মন্তব্য নামসহ সংযোজিত হতে পারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.