A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed . খুলনার শিববাড়ি মোড় এ রাজাকারদের একদফা ফাঁসির দাবিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহনকারিদের একাংশ। গান, কবিতা, গীটার আর শ্লোগানে মুখরিত পুরো চত্বর। সব বয়সী, সব ধরনের মানুষ। সবার মুখে একি কথা। ফাঁসি, ফাঁসি ও ফাঁসি।
আজ আমি অবাক হয়ে তরুণ সমাজের উদ্দীপনা দেখলাম, তাদের সাহস দেখলাম, দেশের প্রতি ভালবাসা দেখলাম। এরা কেউ ৫২ দেখেনি, ৭১ দেখেনি, ৯০ তে অনেকেই হাঁটতে শেখেনি। কিন্তু তারা যুদ্ধ বোঝে, স্বাধীনতা বোঝে। অনেকেই দেখলাম শ্লোগান দিতে দিতে গলা ভেঙ্গে আর আওয়াজ বের হচ্ছে না, তাও তার শ্লোগান বন্ধ হয় নি। এই তরুণ সমাজ যতদিন থাকবে ততদিন বাংলাদেশ সগর্বে বিশ্বের দরবারে মাথা উঁচু করেই থাকবে।
কোন ষড়যন্ত্রই এই জাতীয় চেতনাকে নস্যাৎ করতে পারবে না
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।