আমাদের কথা খুঁজে নিন

   

পাতা আর রৌদ্র মিলে বহুকাল আদিম

ডুবোজ্বর

৩০১২০৮-১ গাছেরা রোদের পাপে হরিৎসহচর সুদীর্ঘছায়াচুরমাঠের কাঁকালে কম্পমান গাভীনক্ষেতের আইলে ঝিরঝির চুম্বন আর মৈথুনে ঘুমহীক্ষত একটিদীর্ঘশ্বাস এঁকে তারপরে ঝিম পাতা আর রৌদ্র মিলে বহুকাল আদিম রাত ৯টা ৬ ------------------------------------------------------------------------ ৩০১২০৮-২ যদি শূন্যদুপুরগুলি জবাব দিতো যদি শূন্যদুপুরগুলি জবাব দিতো ওরা তো কেবল মাছের চোখ আমার দিকে নিষ্পলক উজ্জ্বলতা বাড়ে প্রশ্নাতুরচোখের আমার হাড়ের ভিতর ঘুমপোকা আমাকে কে জাগিয়ে রাখে দুপুরে তিনটিদ্বিপদ হেঁটে যায় ছিন্ন করে আমি দাঁড়িয়ে বসে শুয়ে বিভিন্ন চুলের ভাঁজে বাতাস নগ্নচক্রমন স্বীকার করতেই এসেছি দুপুর এই নাও নতজানু সমর্পণ রাত ৯টা ৩৯ ----------------------------------------------------------- ৩১১২০৮ গমরঙগথিকডোমের উপর আকাশপাখি উড়ে এইপাখি গ্রিক থেকে আসে হাজারবছর পর ক্যাথেড্রলের আগল কেটে ঢুকে সে স্তব্ধআঁধারে আঁধারে কীসের সমুদ্র দুলে একা পাখি তার একফোঁটাপাপ রাখে দীর্ঘউপকূলে নখে নিয়ে দুইফোঁটানুন শেষে ফিরে যায় দূরে রাত ১টা ৩২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.