মগবাজারী পেইড ব্লগারগো নির্বাচন পরবর্তি দুরাবস্থা অনুমান করত: পরিবর্তিত পরিস্থিতিতে, আমি দেশের ছাগ-শিল্প নিয়া অতিব চিন্তিত। ছাগ-শিল্পের বিকাশের সহিত বিভিন্ন ব্লগে যে ব্যাকওয়ার্ড-ফরওয়ার্ড প্রক্রিয়ার উদ্ভব হইসিল তা আজ কুৎঝটিকার কবলে পর্যুদস্ত হয়্যা পশ্চাৎদ্দেশের আচ্ছাদন উৎক্ষিপ্ত হইসে।
ফাকিস্তান-মধ্যপ্রাচ্যের দ্যাশ গুলি হইতে যে হাদিয়া আসিত, অকস্মাৎ তাহাতে ভাটা পড়িবে বইলা সাধারনের ধারনা। এমতাবস্থায় দেশের ছাগশিল্প যে ঘোর তমসাবৃত হইয়া পড়িবে সেইডা সহযেই অনুমেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।