এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ
(আরো তথ্য থাকলে দিন)
প্রার্থীদের পক্ষে ভোটারদের মধ্যে টাকা ও অন্যান্য সামগ্রী বিলি করার অভিযোগে বা সন্দেহে রাতভর সারা দেশে কমপক্ষে ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামে বিএনপি প্রার্থী শামসুল আলমের আত্মীয় জাবেদের গাড়ি থেকে ৪১ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। জাবেদ ও তার সহযোগীরা পালিয়ে গেলেও ড্রাইভার খোরশেদকে আটক করা হয়েছে। গভীর রাতেই বাসায় সাংবাদিকদের ডেকে প্রার্থী শামসুল আলম বলেন, ৪ দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এ প্রোপাগান্ডা চালানো হচ্ছে। ব্যবসায়ী আত্মীয়ের টাকার সঙ্গে তার নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলেও তিনি দাবি করেন।
নোয়াখালী-৩ আসনে ৪ দলীয় জোটের প্রার্থী বরকতউল্লাহ বুলুর পক্ষে টাকা লেনদেনের অভিযোগে কেন্দ্রীয় যুবদলের সদস্য জহিরউদ্দিন হারুন, চৌমুহনী বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জসিম ও সমর্থক দুলালকে গ্রেফতার করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা জামাল উদ্দিনকে গ্রেফতার করে ৫৪ ধারায় কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মাগুরা সদরের কেশবমোড় এলাকায় একটি ১ লাখ ৯৬ হাজার টাকা ও একটি প্রাইভেট কারসহ ৩ জনকে আটক করেছে র্যাব। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। স্থানীয় আওয়ামী লীগের অভিযোগ, এরা ৪ দলীয় জোটের পক্ষে কাজ করছিল।
নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে কুড়িগ্রাম ২ আসনের ৪ দলীয় জোট প্রার্থী তাজুল ইসলামের ছোট ভাই ও কুড়িগ্রাম চেম্বারের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরীসহ ৫ জন আটক।
সাতক্ষীরা ৩ আসনের ৪ দলীয় প্রার্থী জামায়াতে ইসলামীর রিয়াসাত আলীর পক্ষে টাকা বিতরণেল অভিযোগে ২ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ ২ আসনে ৪ দলীয় প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লৌহজং উপজেলার হলুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা রাশেদ আহমেদ পালিয়ে গেছেন।
৪ দলীয় জোট প্রার্থীদের পক্ষে টাকা লেনদেনের অভিযোগে খুলনার কয়রায় ৩ জন, চুয়াডাঙ্গায় ১ জন, শ্রীমঙ্গলে ৩০ হাজার টাকাসহ ৩ জন, নেত্রকোনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।