যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাবেক এমপি নাসিরউদ্দিন পিন্টুর শিক্ষগত যোগ্যতা নিয়ে একটা বিভ্রান্তিকর তথ্য চালু আছে - উনি নাকি ৮ম শ্রেনী পর্যন্ত পড়াশুনা করেছেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিশ্চয় অষ্টম শ্রেনী পাশ করা একজনকে ছাত্রদলের জাতিয় কমিটির নেত্রীত্ব দিতে পারেন না। সেই বিশ্বাসে -বিষয়টি নিয়ে বিভ্রান্তির অবসানের লক্ষ্যে একটা পোস্ট দিয়েছিলাম।
Click This Link
কিন্তু তেমন কোন ভাল তথ্য পাইনি। ফলে বিষয়টি নিশ্পত্তি করা যায়নি।
এবার নির্বঅচন কমিশনের নতুন আইনের সুবাদে হলফনামায় তথ্যটা পেয়ে গেলাম।
হলফনামায় জনাব পিন্টু লিখেছেন - উনি এম কম পাশ। যদিও সেখানে বলা হয়েছে সার্টিফিকেটের কপি সংযুক্ত হয়েছে - কিন্তু ২৭ পাতার হলফ নামার কোথাও সার্টিফিকেটের কপি পাওয়া যায় নি। হয়তো নির্বঅচন কমিশনের লোকজন ভুল করে স্কেন করেনি - অথবা পিন্টুর লোকজন ভুলে কপি দেয়নি।
তাই বিষয়টা সাচাই করা গেল না।
আশা করি নির্বঅচন কমিশন সনদের কপিটি স্কেন করে যথাস্থানে রেখে বিষয়টি নিয়ে আলোচিত বিভ্রান্তি দুর করতে সহায়তা করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।