এক বার মোল্লা নাসিরউদ্দিন হোজ্জার কাছে এক লোক এসে বল্লো মোল্লা সাহেব, মোল্লা সাহেব শুনেছি আপনি অনেক জ্ঞানী মানুষ তাই আমি এলাম আপনার কাছে কিছু শিখবো বলে। সাসির উদ্দিন বল্লেন ঠিক আছে শিখতে চাইলে বস এখানে। লোকটি বসলো। কিছুক্ষন পর মোল্লার স্ত্রী একটি বাটিতে করে জ্বালানো কয়লা দিয়ে গেলেন কামরা গরম করার জন্য। কয়লা যখন নিবু নিবু তখন নাসির উদ্দিন নিবু নিবু কয়লাতে ফু দিতে লাগলেন আগুনের তাপ বাড়ানোর জন্য।
তখন লোকটি বল্লো হুজুর কয়লাতে ফু দিচ্ছেন কেন। উত্তরে মোল্লা বল্লেন এতে আগুন বাড়ে আর গরম হয়। তখন লোকটি বল্ল যাক একটা নতুন জিনিশ শিখলাম। ফু দিলে গরম হয়। এর কিছুক্ষন পর মোল্লার স্ত্রী দু কাপ চা দিয়ে গেলেন।
মোল্লা চা খাওয়ার সময় আবার ফু দিতে লাগলেন। লোকটি জিগ্যেস করলো এখন ফু দেন কেন?? জবাবে মোল্লা বললেন এতে চা ঠান্ডা হবে। তখন লোকটি বল্লো এটা কেমন কথা?? ফু দিলে গরম হয় আবার ঠান্ডাও হয়?? আপনি দেখছি আমার থেকেও বোকা। আপনার কাছে আর কি শিখবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।