আমাদের কথা খুঁজে নিন

   

Warid Zahi (ওয়ারিদের পোষ্টপেইড কানেকশান)

মানুষ আমি পাখির মত, উরালচন্ডি মন. . .
আমরা যারা মুঠোফোনের রাজ্যে বাস করি, কল রেট নিয়ে চিন্তা ভাবনার যেনো আর শেষ নেই! তাই, কারো পোষ্ট-পেইড কানেকশান নেওয়ার চিন্তা ভাবনা থাকলে ওয়ারিদের zahi নিতে পারেন! আমি এখন zahi ইউজ করি! বেশ কম কল রেট! ১৫টি ফ্রেন্ডস্ এন্ড ফ্যামেলি সাথে ৫ সেকেন্ড পালস্! *আপনি যদি zem (প্রি-পেইড) ইউজ করেন, তবে আপনি তা zahi তে কনভার্ট করে নিতে পারেন! *আর যদি অন্য অপারেটর ইউজ করেন, সে ক্ষেত্রে ডায়াল ডুপ্লিকেট করার মাধ্যমে নাম্বার একই রেখে ওয়ারিদ অপারেটরে আসতে পারেন! *উভয়ক্ষেত্রে ওয়ারিদের বিজনেস সেন্টারে যোগাযোগ করতে হবে* ওয়ারিদের zahi এখন দুটি প্যকেজে (zahi ও zahi royal): *zahi তে মাসে ৩০০ টাকা ব্যবহার করলে কোন লাইন রেন্ট নেই (নরমাল লাইন রেন্ট ৫০টাকা) *zahi royal এ এখন আপনি ৫০০ টাকার লাইন রেন্ট এর বিনিময়ে ৭৫০ টাকার টক টাইম ব্যবহার করতে পারবেন! (usage will include calls to mobile & btcl, sms, edge/gprs, mms, vas/content) zahi সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন . . . তাই, আমার আস্হা zahi! আমি zahi. আপনি?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।