আমাদের কথা খুঁজে নিন

   

যাত্রার শুরুতেই প্রতারণার আশ্রয় নিল WARID টেলিকম



ওয়ারিদ টেলিকম তার যাত্রার শুরুতেই প্রতারণার আশ্রয় নিয়েছে। ছবি-১ ও ছবি-২-তে তা পরিস্কার বুঝা যাচ্ছে। প্রথমে তারা বিজ্ঞাপনে উল্লেখ করেছে প্রতি মিনিট ১/- টাকা (ওয়ারিদ টু ওয়ারিদ)। পরবর্তীতে বিজ্ঞাপনে উল্লেখ করেছে মাত্র .২৫ পয়সা। পুলকিত হয়ে সিম কিনতে গিয়ে কিনলাম না এজন্য যে, তারা এ .২৫ পয়সা প্রতি সেকেন্ডে জন্য নির্ধারণ করেছে। আর তা বিজ্ঞাপনে উল্লেখ করেছে কৌশল বা প্রতারণার আশ্রয় নিয়ে। অর্থাৎ মাত্র .২৫ পয়সা প্রতি ১৫ সেকেন্ডে। মাত্র .২৫ পয়সা Highlight হলেও প্রতি ১৫ সেকেন্ডে Highlight হয়নি। বিজ্ঞাপনের শুরুতেই যার প্রতারণা পরে কি সেবা দেবে গ্রাহকদের!!!!!!!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।