আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ রেজিঃ বনাম ফোন নাম্বার

কিছু নেই লেখার

আমি বেশ অনেকদিন ব্লগে পাঠক ছিলাম, বেশিদিন হয়নি রেজিঃ করেছি। রেজিঃ করতে গিয়ে দেখি আমার মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে এবং তা হতে হবে ১১ অংকের। একটু ভ্যাবাচ্যাকা খাই, কারণ আমি আমার ফোন নম্বর ওপেন ব্লগে দিতে চাইছিলাম না। আমি রেজিঃ করার কিছুদিন পরে ব্লগার আলিফ দেওয়ানের একটি পোস্ট " যাকে ভালুবাসি তাকে সব দিব" পড়ি। পোস্ট পড়ে বুঝতে পারি, আগে ব্লগারদের রেজিঃ করার সময় ফোন নাম্বার দিতে হত না এবং ফলশ্রুতিতে পরে কোন এক সময় নিরাপদ ব্লগার হতে হলে ফোন নাম্বার সত্যায়িত করার নিয়ম চালু হয়।

নতুন ব্লগারদের ক্ষেত্রে তাই আগেই সাবধানতা অবলম্বন করে ফোন নাম্বার চাওয়া হচ্ছে এবং তা এভেইল্যাবল কি না তা দেখা হচ্ছে। কতৃপক্ষের ভাষ্যমতে ব্যাপারটা হল একই ব্লগারের একাধিক নিক ঠেকাতে এই ব্যবস্হা নেওয়া হয়েছে। কিন্তু এই উদ্যোগ ঠিক কতটুকু সফল হচ্ছে? এই ব্যপারে আমি তাই কিছু প্রশ্ন করতে চাই: ১. যদি আমি ফোন নাম্বার না দিতে চাই বা অনিরাপদ বোধ করি তাহলে কি হবে? ২. আমার যদি ফোন না থাকে? ৩. আমি যদি টি&টি ফোন ব্যবহার করি (কারণ ১১ অংকের মোবাইল নাম্বার চাওয়া হয়েছে)? ৪. যদি আমি প্রবাসী হই বা অন্য কোন কারণে আমার ফোন নং ১১ অংকের না হয়? ৫.যদি আমি কিছু অর্থহীন সংখ্যা লিখে দিই? (যেমন : ০১২৩৪..... ) ৬. যদি আমি কোন বন্ধ সিমের নাম্বার দিই? ( আমি এই কাজ করেছি। অনিরাপদ বোধ করায় আমার হারিয়ে যাওয়া ফোনের সিমের নাম্বার দিয়েছি। আমি চাইলেই তো আমার বর্তমান নাম্বার দিয়ে আরেকটা নিক খুলতে পারি।

এজন্য যদি মডারেটররা আমাকে জেনারেল ব্লগার বানিয়ে দেন তখন আমার কিছু করার থাকবে না। ) ৭.যদি একই নাম্বার ব্যবহারকারী (যেমন একই পরিবারের সদস্য) একাধিক মানুষ ব্লগার হতে আগ্রহী হয়? ৮.যদি আমি আন্দাজে কোন নাম্বার টাইপ করে দেই এবং একদিন ঐ নাম্বারের প্রকৃত মালিক ব্লগে রেজিঃ করতে আসেন? ৯.যদি আমি একাধিক নাম্বার ব্যবহার করি? ১০. যদি আমি অন্য কারো নাম্বার দেই ? ........ এরকম আরো কারণ দেখিয়ে জিজ্ঞেস করা যায় যে, তখন মডারেটররা কি করবেন? হাজারো ব্লগারের একটি ব্লগিং সাইটে এভাবে মোবাইল নং চাওয়াটা ঠিক কতটা যুক্তিযুক্ত???


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.